বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১১:১৭:১৮

করোনা নিয়ে তথ্য গোপন, আদালতে চীনের বিরু'দ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা

করোনা নিয়ে তথ্য গোপন, আদালতে চীনের বিরু'দ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের বিষা'ক্ত ছো'বলে বিপর্য'স্ত গোটা বিশ্ব। এরই মধ্যে ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রা'ণঘা'তী এই ভাইরাস। এখন পর্যন্ত এসব দেশের ৪ লাখ ৯০ হাজার ২৫৩ মানুষকে আক্রা'ন্ত করেছে করোনা ভাইরাস। এর মধ্যে প্রাণ নিয়েছে ২২ হাজার  ১৫৫ জনের।

চীনের উহান থেকে এই ভাইরাস গত বছরের ডিসেম্বরের শেষ দিকে উৎপত্তি হয়। অল্প কিছু দিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। চীনে তাণ্ডব চালালেও সেখানে তা এখন নিয়ন্ত্রণে। কিন্তু এই ভাইরাসের বিষা'ক্ত ছো'বলে বর্তমানে তছনছ ইউরোপের বিভিন্ন দেশ। এর মধ্যে সবচেয়ে শো'চনীয় অবস্থা ইতালির। এরই মধ্যে দেশটিতে আক্রা'ন্ত হয়েছে ৭৪ হাজার ৩৮৬ জনের। এর মধ্যে প্রাণ গেছে ৭ হাজার ৫০৩ জনের।

এই ভাইরাস নিয়ে অভিযো'গ উঠেছে চীনের বি'রু'দ্ধে। বলা হচ্ছে, চীন প্রাণঘা'তী এই ভাইরাস নিয়ে তথ্য গোপন করেছে। আর সে জন্যই আজ গোটা বিশ্ব করোনা ভাইরাসের প্রকোপে বি'পদের মুখে সম্মুখীন। এমনই চাঞ্চ'ল্যকর অভিযো'গে চীনের বি'রু'দ্ধে মামলা দায়ের করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে।

এই মামলায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, সে দেশের সরকার ও সেনাবাহিনীকে অভিযু'ক্ত করা হয়েছে। মোট ২০ ট্রিলিয়ন মার্কিন ডলারের জরিমানার দাবি তোলা হয়েছে এই মামলায়। মামলাটি করেছেন মার্কিন মুলুকের বিখ্যাত আইনজীবী ল্যারি ক্লেইমান। টেক্সাস আদালতে ক্লেইমানের অভিযো'গ, জৈব রাসায়নিক মার'ণা'স্ত্র বানানোর কাজ করছিল চীন। 

উহানের ল্যাবে দীর্ঘদিন ধরেই এই করোনা ভাই'রাসের ওপর গবেষণা চালাচ্ছিল চীন। কোনও ভাবে ওই ভাইরাস ছড়িয়ে পড়তেই এই বি'প'ত্তি ঘটেছে। তাই ইচ্ছাকৃত ভাবেই বিশ্বের কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে যাচ্ছে তারা। জানা গেছে, ইতোমধ্যেই টেক্সাসের আদালতে ক্লেইমানের করা এই মামলা গ্রহণ করা হয়েছে। সূত্র: বার অ্যান্ড বেঞ্চ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে