শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ০১:১৬:৫৬

পথচারীদের মা'রধ'র করায় প্রকা'শ্যে পুলিশকে ধম'কালেন মমতা

পথচারীদের মা'রধ'র করায় প্রকা'শ্যে পুলিশকে ধম'কালেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতজু'ড়ে চলছে লকডাউন। নিয়মের ক'ড়াক'ড়ি বজায় রাখতে হাতে লাঠি তু'লে নিয়েছে ভারতের পুলিশ। তারা কয়েজনকে বে'ধ'ড়ক মা'রধ'রও করেছে। ব'ন্ধ করে দিয়েছে নিত্যপণ্যের দোকান। তাদের ক'ড়াক'ড়িতে সমস্যায় পড়েছে পশ্চিমবঙ্গের সব্জি ও নিত্যপণ্য বিক্রেতা।

এর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের মধ্যে যাতে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় জিনিস পেতে অসুবিধা না হয় তা নিশ্চি'ত করতে এদিন কলকাতার পোস্তা বাজারে পরিদর্শনে নামেন মমতা। সেখানে পৌঁছাতেই বিক্রেতারা পুলিশের নামে অভি'যোগ জানান তার কছে। সব শুনে পুলিশকে ধ'মক দেন মমতা। সাধারণ মানুষের যাতে অসুবি'ধা না হয় তা নিশ্চি'ত করার নির্দেশ দেন তিনি।

মমতা বলেন, ‘জোড়াবাগানকে কে পাকামো মা'রতে বলেছে? দোকান যদি খোলা না থাকে তবে সাধারণ মানুষ খাবে কী?’ ব্যবসায়ীরা মমতার কাছে পুলিশের বিরু'দ্ধে মা'রধ'রের অভি'যোগও করেন।সেই সময় তার পাশেই উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। তার সামনেই ফোনে জোড়াবাগান থানাকে তিনি নির্দেশ দেন, ‘তোমরা পোস্তা বাজার খোলা রাখো’।

ফোন রাখতেই ব্যবসায়ীদের অনু'যোগ, ‘সবাইকে খুব মে'রেছে ম্যাডাম। পুলিশ দেখলেই সবাই ভ'য় পাচ্ছে। সব জিনিস কে'ড়ে নিয়েছে’।

শুনে তিনি আশ্বাস দিয়ে বলেন, এবার আর এসব হবে না। আমি জানতে পেরেছিলাম বলেই এসেছি।’পুলিশকেও তিনি নির্দেশ দেন, বাজে'য়াপ্ত করা সব সামগ্রী যেন দোকানকারদের ফি'রিয়ে দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে