রবিবার, ২৯ মার্চ, ২০২০, ০৪:৩০:৩৭

রাজধানী রিয়াদসহ সৌদির একাধিক শহরে ক্ষে'পণা'স্ত্র হা'মলা

রাজধানী রিয়াদসহ সৌদির একাধিক শহরে ক্ষে'পণা'স্ত্র হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদসহ একাধিক শহরে ব্যা'লিস্টিক ক্ষে'পণা'স্ত্র হা'মলা হয়েছে। এতে দুই বেসামরিক ব্যক্তি আহ'ত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। করোনা ভাইরাসের সং'ক্রম'ণ থামাতে পুরো দেশে তিন সপ্তাহের কারফিউ জা'রি করেছে সৌদি সরকার। এরই মধ্যে শনিবার রাতে ওই ক্ষে'পণা'স্ত্র হামলার হলো। 

সৌদি সরকার এ হা'মলার জন্য ইয়েমেনের ইরানপন্থি হুতিকে দায়ী করেছে। জানিয়েছে, তাদের আকাশ প্রতির'ক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষে'পণা'স্ত্রগুলো ধ্বং'স করেছে। রিয়াদ ও ইয়েমেন সংলগ্ন শহর লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষে'পণা'স্ত্র হা'মলা হয়। এর আগেও হুতি অসংখ্যবার সৌদির অভ্যন্তরে ড্রোন, রকেট ও শক্তিশালী ক্ষে'পণা'স্ত্র হা'মলা চালিয়েছে।

তবে গত সেপ্টেম্বর থেকে এসব হামলা থেকে দূরে ছিল সংগঠনটি। গত বছর সৌদি আরবের তেলক্ষেত্রে ভ'য়াব'হ ড্রোন হা'মলা চালায় হুতি। এতে দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। তবে এরপর থেকেই আর বড় কোনো হা'মলা চালায়নি হুতিরা। শনিবারের হামলা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। 

এতে বলা হয়, রাজধানী রিয়াদ ও জিজান শহরকে লক্ষ্য করে দুটি ব্যা'লিস্টিক মি'সাইল হা'মলা হয়েছে। তবে এগুলোকে সফলভাবে ধ্বং'স করা হয়েছে। এর ধ্বং'সাবশেষ থেকে দুই বেসামরিক নাগরিক আহ'ত হয়েছেন। তবে হুতিদের পক্ষ থেকে এখনো দায় স্বীকার করা হয়নি। সূত্র : মিডলইস্ট টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে