মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ০৬:৪০:৩৫

পঞ্চগড় রেলস্টেশনে ৭ দিন ধরে পড়ে ছিলেন অসুস্থ নারী, ছোঁয়নি কেউ!

পঞ্চগড় রেলস্টেশনে ৭ দিন ধরে পড়ে ছিলেন অসুস্থ নারী, ছোঁয়নি কেউ!

পঞ্চগড় থেকে : পঞ্চগড় রেলস্টেশনে ৭ দিন ধরে অসুস্থ হয়ে অবস্থান করছিলেন এক নারী। করোনার ভ'য়ে কেউ তার কাছে পর্যন্ত ঘেঁষেনি। অবশেষে খবর পেয়ে ওই নারীকে উ'দ্ধার করে পুলিশ। পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নির্দে'শে ওই নারীকে উ'দ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

ওই নারীকে করোনা আ'ক্রা'ন্ত হিসেবে সন্দে'হ করা হলেও চিকিৎসকরা নি'শ্চিত করেন যে ওই নারী করোনায় আ'ক্রা'ন্ত নন। করোনার তেমন কোন উপসর্গ পাওয়া যায়নি। তবে তার নিউমোনিয়াজনিত সম'স্যা ছিলো বলে জানান চিকিৎসকরা। ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানান, মনোয়ারা বেগম (৪২) নামে ওই নারীর স্বামীর বাড়ি দিনাজপুর জেলার বালুবাড়ি এলাকায়।

বাবার বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার আখানগর এলাকায়। তার বাবা মৃ'ত শামসুল হক। ওই নারী জানান, তিনি পারিবারিক ক'লহের জেরে গত ২৪ মার্চ ট্রেনে চেপে পঞ্চগড়ে আসেন। সাধারণ ছুটিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় তিনি আ'টকা পড়েন। গত এক সপ্তাহ ধ'রে তিনি রেল স্টেশন ও তার আশেপাশেই ছিলেন। এর মধ্যে তিনি জ্বর, সর্দি-কাশিতে আ'ক্রা'ন্ত হলে করোনা ভাইরাস সং'ক্র'মণের ভ'য়ে স্থানীয় কেউ তার কাছে যায়নি। রেলস্টেশনেই খেয়ে না খেয়ে তিনি দিন কাটান।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পঞ্চগড় পুলিশ সুপার ইউসুফ আলী ওই নারীকে উ'দ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে চিকিৎসায় ওই নারী অনেকটাই সুস্থ হয়ে নিজেই হাসপাতাল ছেড়ে চলে যান। পরে তাকে আবারো রেলস্টেশনে খুঁ'জে পায় পুলিশ। পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে তার বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক দীন মোহাম্মদ বলেন, 'ওই নারী অনেকটা বোকা টাইপের। তাই তাকে আমরা তার বাবার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি।' পুলিশ সুপার ইউসুফ আলী বলেন, ''বি'পদা'পন্ন মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নিয়মিত দায়িত্বের অংশ। আমরা সেটাই পালন করেছি মাত্র।''

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সিরাজউদ্দৌলা পলিন বলেন, ''বিশেষজ্ঞ চিকিৎসকরা তার মধ্যে করোনা সং'ক্র'মণের কোন উপসর্গ পাননি। তবে, টানা কয়েকদিন বাড়ির বাইরে ও খোলা আকাশের নীচে থাকায় তিনি জ্বর ও সর্দিতে আ'ক্রা'ন্ত হন। চিকিৎসা পেয়ে বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন। এরপরও তাকে প'র্যবে'ক্ষণে রাখা হয়েছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে