বুধবার, ০১ এপ্রিল, ২০২০, ০৫:৪২:৫২

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করা সেই ডাক্তার করোনায় আক্রা'ন্ত

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করা সেই ডাক্তার করোনায় আক্রা'ন্ত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মস্কোর মূল করোনাভাইরাস হাসপাতাল পরিদর্শনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গী ছিলেন দেশটির এক চিকিৎসক। সেই রাশিয়ান ডাক্তার নিজেই এখন করোনায় আক্রা'ন্ত। কিছু উপস'র্গে নিজেরই সন্দে'হ হয়েছিল। উদ্যো'গী হয়ে, নিজেই পরীক্ষা করেন। সন্দেহ যে অমূ'লক নয়! তার শরীরেও কখন যেন নিঃ'শব্দে ঢু'কে পড়েছে করোনার ভাইরাস!

সং'ক্রমণ ছ'ড়ানোর ভ'য় উপে'ক্ষা করে, গত সপ্তাহের মঙ্গলবার মস্কোর কোমুনারকা হাসপাতালে যান পুতিন। ওই হাসপাতালে তখন করোনা আক্রা'ন্ত রোগীদের চিকিত্সায় ব্যস্ত ছিলেন ডেনিস প্রোটসেনকো। প্রেসিডেন্টকে দেখে এগিয়ে আসেন। কিভাবে করোনায় আক্রা'ন্তদের চিকিত্সা চলছে, তা ঘু'রে ঘু'রে দেখান ডেনিস। সেসময় হাজমত স্যুট পরে, রেসপিরেটর লাগিয়ে হাসপাতালে ঢু'কেছিলেন। কিন্তু পরে যখন ডেনিসের সঙ্গে কথা বলেন, তখন দু-জনের কারো পরনেই ভাইরাস সং'ক্রমণ ঠে'কানোর মতো কোনো সুর'ক্ষা বা সর'ঞ্জাম ছিল না। সে ছবি লেন্সে ধ'রাও পড়েছে।

নিজের ফেসবুক পোস্টে ডেনিসের ঘোষণা, 'হ্যাঁ, আমি করোনা পজিটিভ। কিন্তু, আমার বেশ ভালো লাগছে। অফিসের মধ্যে নিজেকে আইসোলেটেড করে রেখেছি। আমার মনে হয়, এ মাসে যে প্রতিরো'ধ ক্ষমতা আমার মধ্যে তৈরি হয়েছে, তা কাজ করছে।'

ডাক্তারের কোভিড-১৯ সং'ক্রমণ ধ'রা পড়ায়, রাশিয়ার প্রেসিডেন্টের করোনা আক্রা'ন্তের সম্ভাবনা জ'ল্পনা শুরু হয়ে যায়। ডেভিড আশ্ব'স্ত করে জানান, ভ্লাদিমির পুতিনের নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। তিনি সুস্থ আছেন। এখনো পর্যন্ত প্রতিবারই রেজাল্ট নেগেটিভ এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে