বুধবার, ০১ এপ্রিল, ২০২০, ১১:৫৫:৫৯

মৃত্যু মিছিলে বিপ'র্যস্ত ব্রিটেন, একদিনে করোনায় রেক'র্ড মৃত্যু

মৃত্যু মিছিলে বিপ'র্যস্ত ব্রিটেন, একদিনে করোনায় রেক'র্ড মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ক্র'মশই করোনা গতি বা'ড়াচ্ছে৷ ক্র'মশই এই ভ'য়ঙ্ক'র জীবা'ণুর ক'বলে আ'টকে পড়ছে ব্রিটেন৷ সমস্ত রেক'র্ড চু'রমা'র করে ব্রিটেনে একদিনে ৫৬৩ জনের মৃ'ত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত এটাই একদিনে করোনায় মৃ'ত্যুর সর্বাধিক সংখ্যা৷ হঠাৎই প্রায় ৫০ শতাংশ করোনায় আক্রা'ন্ত বে'ড়েছে৷ 

করোনার দা'পটে এখনও পর্যন্ত ২,৩৯২ জন মানুষ প্রাণ হা'রিয়েছেন৷ দ্য সানের একটি রিপো'র্টের ভিত্তিতে বলা যেতে পারে যে ব্রিটেনে ক্র'ম'শই বা'ড়ছে করোনা ভাইরাসের দা'পট৷ এখনও পর্যন্ত ২৯,৪৭৪ জন আক্রা'ন্ত হয়েছেন৷ গতকাল মোট সং'ক্র'মণের সংখ্যা ছিল ২৫,১৫০ জন৷ ব্রিটেনের স্বাস্থ্য দফতর সূ'ত্রে জানা গিয়েছে বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসের কারণে ৫৬৩ জন মানুষের মৃত্যু হয়েছে৷

এই ভাইরাস ছাড়েনি ব্রিটেনের রাজপুত্রকেও, করোনায় বি'দ্ধ হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ অর্থ সচিবও৷ ক্রমেই চিন্তায় ভাঁ'জ পড়েছে কপালে৷ ক্র'মেই সং'ক্রমণের পরিমাণ বে'ড়েই চলেছে৷ একদিনে রেক'র্ড সংখ্যক মানুষ প্রাণ হা'রিয়েছেন করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে৷  শুধুই ব্রিটেনই নয় করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছে আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স-সহ সমগ্র ইউরোপ৷ এত কিছু খা'রাপ খবরের মধ্যে অন্যতম ভাল খবর হল ব্রিটিনের রাজকুমার প্রিন্স চার্লস করোনা যু'দ্ধে জয়ী হয়েছেন৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে