শনিবার, ০৪ এপ্রিল, ২০২০, ১২:৩২:১৩

মৃত্যুর আগে অন্যের গায়ে থুথু ছি'টিয়ে গেলেন করোনায় আক্রা'ন্ত ব্যক্তি!

মৃত্যুর আগে অন্যের গায়ে থুথু ছি'টিয়ে গেলেন করোনায় আক্রা'ন্ত ব্যক্তি!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে প্রতিদিনই বা'ড়ছে মৃ'ত্যুর সংখ্যা। বিশ্বব্যা'পী ছ'ড়িয়ে পড়া এই ভাইরাস মানুষ থেকে মানুষের মাঝে সং'ক্র'মণ ঘ'টায়। ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ভাইরাস প্রতিরো'ধের চেষ্টা করা হচ্ছে। এমন পরি'স্থিতিতে করোনায় আক্রা'ন্ত এক ব্যক্তি মৃ'ত্যুর আগে অন্যদের গায়ে থু'থু ছি'টিয়ে তাদের সং'ক্রমিত করার চেষ্টায় লি'প্ত হয়েছেন। 

সম্প্রতি এমন একটি ভ'য়'ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে থাইল্যান্ডে করোনায় আক্রা'ন্ত এক ব্যক্তি ট্রেনে অন্য একজন যাত্রীর মুখে থু'থু দিচ্ছেন। এর কিছু সময় পরেই মা'রা যান ওই লোক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দক্ষিণাঞ্চলীয় শহর নারাটিওয়াত যাওয়ার ট্রেনে মঙ্গলবার আনান সাহোহ (৫৬) নামের ওই ব্যক্তির মৃ'ত লা'শ পাওয়া যায়। পরে পরীক্ষায় দেখা গেছে তিনি করোনায় আক্রা'ন্ত ছিলেন।

যাত্রা শুরু করার আগের সিসিটিভি ফুটেজে দেখা যায় সাহোহ ব্যাংককের ব্যাং সু স্টেশনে টিকিট কিনে অজ্ঞা'তপরিচয় এক ব্যক্তির গায়ে থুথু মা'রছেন। তারপরে তিনি ট্রেনে চ'ড়ার জন্য বাধ্য'তামূলক তাপমাত্রা পরীক্ষা দিয়েছিলেন। এরপর সেখানে তাকে ব'মি এবং কাশি করতে দেখা গিয়েছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি থাপ সাকা জেলা স্টেশনে পৌঁছালে সাহোহ একটি শৌচাগারের সামনে গিয়ে ঢ'লে পড়েন এবং কিছু সময় পরেই মৃ'ত্যুবরণ করেন। 

মেডিক্যাল কর্মীরা তার নমু'না পরীক্ষা করেছিলেন, রিপোর্টে তাকে নি'শ্চিত করোনায় আক্রা'ন্ত হিসেবে পাওয়া গেছে। থাইল্যান্ডের স্টেট রেলওয়ের পরিচালক থাকুন ই'ন্ট্রাচম বলেছেন যে, তারা এখন স্ট্রা'ফ্যা'নার নামের এক যাত্রীকে খুঁ'জে বের করার চেষ্টা করছেন, যিনি সম্ভবত এই ব্যক্তির থু'থু হা'মলার শি'কার হয়েছিলেন।

তিনি বলেন, ''আমরা এখন থুথু হা'মলার শি'কার ওই ব্যক্তিকে নিয়ে উ'দ্বি'গ্ন, ফুটেজে তার গায়ে থু'থু ছি'টানোর দৃ'শ্য দেখা গেছে। প্রাথমিকভাবে, আমরা রেলপথের সাথে সমন্বয় করেছি কিন্তু তারা এখনও তাকে খুঁ'জে পায়নি। আমরা ঘোষণা করতে চাই যে কেউ যদি তাকে চেনেন বা তিনি যদি সংবাদটি শুনে থাকেন তবে তার উচিত দয়া করে অবিলম্বে হাসপাতালে যাওয়া।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে