রবিবার, ০৫ এপ্রিল, ২০২০, ০৮:৪৪:৩৩

নিউ ইয়র্ককে দেখুন, করোনা থেকে কেউ রেহাই পাবে না : ইমরান খান

নিউ ইয়র্ককে দেখুন, করোনা থেকে কেউ রেহাই পাবে না : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : করোনার প্রকো'প থেকে রেহাই পায়নি আমেরিকার মতো দেশও। সেখানে তারা কোন ছাড়! দেশে করোনা আক্রা'ন্তের সংখ্যা যখন পাল্লা দিয়ে বেড়ে চলেছে, সেইসময় এমনই মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জানিয়ে দিলেন, করোনার হাত থেকে কোনও দেশেরই নিস্তার নেই। শনিবার পাঞ্জাব প্রদেশের লাহৌরে করোনা আক্রা'ন্তদের জন্য গঠিত ১০০০ বেডের একটি অস্থায়ী হাসপাতালে যান ইমরান। 

সেখানে তিনি বলেন, ''কারও মনে এই ভুল ধারণা থাকা উচিত নয় যে তারা করোনা থেকে রেহাই পাবেন। নিউ ইয়র্ককে দেখুন। বিশ্বের তাবড় ধনী মানুষের বাস সেখানে।'' গতকালই পাকিস্তানে করোনা আক্রা'ন্তের সংখ্যা গিয়ে দাড়ায় ২ হাজার ৮১৮ । মৃ'ত্যুসংখ্যা ৪১। এই পরি'স্থিতি কবে কাটিয়ে ওঠা যাবে, সে ব্যাপারে তিনি নিজেও নি'শ্চিত নন বলে জানিয়ে দেন ইমরান। 

তিনি বলেন, ''আগামী দিনে প্রকো'প থিতিয়ে এলেও, ফের তা জেগে উঠতে পারে। ঠিক কী হতে চলেছে, তা আমরা কেউ জানি না।'' তবে পরি'স্থিতি সামাল দিতে তার সরকার চেষ্টায় কোনও ত্রু'টি রাখছে না বলেও দাবি করেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''এই প্রকো'প কে'টে গেলে আমরা সম্পূর্ণ অন্য রূপে উঠে দাঁড়াব। এই ধরনের পরি'স্থিতিকে যারা পরীক্ষা হিসাবে মেনে নেন এবং মুখোমুখি দাঁড়িয়ে ল'ড়াই করেন, যু'দ্ধ শেষে তারাই বিজয়ী হন।''

এই মুহূর্তে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেই করোনার প্রকো'প সবচেয়ে বেশি। সেখানে এখনও পর্যন্ত ১ হাজার ১৩১ জন করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন। আক্রা'ন্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে সিন্ধ প্রদেশ। সেখানে আক্রা'ন্তের সংখ্যা ৮৩৯। খাইবার-পাখতুনখোয়া, বালুচিস্তান এবং গিলগিট-বাল্টিস্তানে আক্রা'ন্তের সংখ্যা যথাক্রমে ৩৮৩, ১৮৫ এবং ১৯৩।  ইসলামাবাদ থেকে ৭৫ জন এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে ১২ জনের আক্রা'ন্ত হওয়ার খবর মিলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে