রবিবার, ০৫ এপ্রিল, ২০২০, ১০:১৫:০১

করোনা সং'ক্র'মণের জন্য তাবলিগ জামাতকে দা'য়ী বলায় যুবককে হ'ত্যা

করোনা সং'ক্র'মণের জন্য তাবলিগ জামাতকে দা'য়ী বলায় যুবককে হ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা ভাই'রাস সং'ক্র'মণের জন্য দিল্লির নিজামুদ্দিনে অনুষ্ঠিত তাব'লিগ জা'মাত আয়োজিত ধর্মীয় জ'মায়েতকে দা'য়ী করে কথা বলায় দু'ষ্কৃ'তিকা'রীদের গু'লি'তে নিহ'ত হলেন প্রয়াগরাজ নামের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদের এক যুবক।

রবিবার পুলিশ জানিয়েছে, এ দিন সকালে এলাহাবাদ শহরের করেলি অঞ্চলে নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা বছর উনত্রিশের ওই যুবককে গু'লি করে হ'ত্যা করে অ'জ্ঞা'তপরি'চয় ব'ন্দু'কধা'রীরা। ঘ'ট'নায় জ'ড়ি'ত স'ন্দে'হে দুই জনকে আ'ট'ক করেছে পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্তৃপ'ক্ষকে নির্দে'শ দিয়েছেন, আ'ট'ককৃ'তদের বি'রু'দ্ধে ক'ড়া জাতীয় নি'রাপ'ত্তা আইন (এনএসএ) অ'নুযায়ী অভি'যোগ দা'য়ের করতে। পাশাপাশি, নি'হ'তের পরিবারকে ৫ লাখ টাকা অনু'দানের ঘো'ষণাও করেন আদিত্যনাথ।

স্থানীয় বাসিন্দাদের উ'দ্ধৃ'ত করে পুলিশ কর্মকর্তা শ্রীবাস্তব জানিয়েছেন, এ দিন সকালে স্থানীয় আ'ড্ডায় ভারতে করোনা সং'ক্র'মণের জন্য বিশেষ এক ধ'র্মীয় স'ম্প্র'দা'য়ের বি'রু'দ্ধে অভি'যো'গ জানিয়েছিলেন নিহ'ত যুবক। সেই সঙ্গে নিজামুদ্দিনে তাব'লিগ জা'মাতের সমা'বেশ'কেও দেশে করোনা সং'ক্র'মণের জন্য তিনি দা'য়ী করেন। এই সময় ওই আ'ড্ডা ছে'ড়ে বে'রিয়ে যান এক ব্যক্তি। 

শ্রীবাস্তব বলেন, 'কিছু ক্ষণ পরে আরও কয়েক জনকে নিয়ে তিনি ফি'রে আসেন। ওই যুবক নিজের বাড়ির দরজায় দাঁ'ড়িয়ে থাকার সময় অ'জ্ঞা'তপরি'চয় দু'ষ্ক'কা'রীরা তাকে ল'ক্ষ্য করে গু'লি চা'লায়। একটি গু'লি মাথায় লা'গলে ঘ'ট'নাস্থ'লেই মৃ'ত্যু হয় যুবকের।' সূত্র- হিন্দুস্তান টাইমস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে