সোমবার, ০৬ এপ্রিল, ২০২০, ১২:৩৪:০৬

রাজ্য চাচ্ছে ভেন্টিলেটর, ট্রাম্প দিচ্ছেন ম্যালেরিয়ার ওষুধ

রাজ্য চাচ্ছে ভেন্টিলেটর, ট্রাম্প দিচ্ছেন ম্যালেরিয়ার ওষুধ

আন্তর্জাতিক ডেস্ক: করোনা রোগীর চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের কাছে আরও ভেন্টিলেটর ও অতিপ্রয়োজনীয় জীবনর'ক্ষাকারী মেডিকেল সরঞ্জাম দা'বি করেছে রাজ্যগুলো। কিন্তু সং'কটের কথা বলে এসব সর'ঞ্জাম সরবরাহ করছে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার। এসবের বদলে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রো'ক্লোরোকু'ইন পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও হাইড্রো'ক্লোরো'কুইন চেয়েছেন ট্রাম্প। তবে নিজেদের দেশে মহামা'রীর মধ্যে প্রয়োজনীয় ওষুধটি রফতানি করা হবে না বলে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।

করোনা নিয়ে শনিবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, প্রয়োজনের চেয়ে বেশি ভেন্টি'লেটর চাচ্ছে রাজ্য সরকারগুলো। খবর রয়টার্স ও এনডিটিভির। কিছুদিন ধ'রেই শোনা যাচ্ছিল, করোনার কারণে যুক্তরাষ্ট্রে আরও খা'রাপ দিন আসছে। সেই আশ'ঙ্কা এখন প্রতিনিয়ত সত্যে পরিণত হচ্ছে। নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান ও লুইজিয়ানায় প্রাণহানি বে'ড়েই চলেছে। এই পরিস্থি'তিতে আরও খা'রাপ খবর দিলেন ট্রাম্প।

তিনি বলেন, করোনার সবচেয়ে ক'ঠিন সপ্তাহে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রা'ন্ত হিসেবে শনা'ক্ত মানুষের সংখ্যা তিন লাখ ছা'ড়িয়ে গেছে। এ পর্যন্ত মৃ'ত্যু হয়েছে ৮ হাজারেরও বেশি মানুষের।

ট্রাম্পের বিরুদ্ধে করোনার ঝুঁ'কিকে খা'টো করে দেখা ও ভালোভাবে প্রস্তুতি না নেয়ার অভি'যোগ উঠেছে। তবে সেই অভি'যোগ না'কচ করে দিয়ে এদিনও আশার বাণী শুনিয়েছেন তিনি। তবে হু'শিয়ারিও জানিয়েছেন। বলেছেন, ‘দুর্ভা'গ্যবশত করোনা সং'ক্রমণের ফলে আরও অনেক মানুষের মৃ'ত্যু হবে। আশঙ্কা করা হচ্ছে, চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহে সম্ভবত সবচেয়ে কঠিন সময় হতে চলেছে।’

পরিস্থিতি মোকাবেলার প্রতিশ্রু'তি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা করোনাকবলিত রাজ্যগুলোতে বিপুলমাত্রায় সাম'রিক সহায়তা দিতে কাজ করছি। হাজার হাজার সেনা, চিকিৎসক, নার্স যুক্ত করার কাজ চলছে। শিগগিরই নিউইয়র্ক রাজ্যে করোনায় জ'র্জরিত অন্যান্য রাজ্যেও বিপুল সেনা ও চিকিৎসককে যু'ক্ত করা হবে।’

ভেন্টিলেটর বা চিকিৎসা সরঞ্জাম নয়, করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্লোরোকুইনকেই এখন বড় ভরসা হিসেবে দেখছেন ট্রাম্প। তিনি নিজেও এই ওষুধ নিতে পারেন বলে জানিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমিও এটা নিতে পারি। আমি আমার ডাক্তারকে আমাকে এটা দিতে বলব।’

 

 

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে