সোমবার, ০৬ এপ্রিল, ২০২০, ০১:৩৪:২৮

করোনা আতঙ্কে অনুপস্থিত আত্মীয়রা, ব্যতিক্রমী উপায়ে বিয়ে করলেন এক নবদম্পতি

করোনা আতঙ্কে অনুপস্থিত আত্মীয়রা, ব্যতিক্রমী উপায়ে বিয়ে করলেন এক নবদম্পতি

আন্তর্জাতিক ডেস্ক: করোনা আত'ঙ্কে কাঁ'পছে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনার প্রকো'প যেন সবকিছুই ব'দলে দিয়েছে। করোনা রু'খতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে সকলকে। তাই সকলকে নিয়ে বড় করে এই সময় বিয়ের অনুষ্ঠান করা কার্যত অসম্ভব। এমন পরিস্থি'তিতে নিজের বিয়েকে স্মর'ণীয় করে রাখতে ব্যতিক্র'মী উপায় বের করলেন এক নবদম্পতি। 

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিগানের বাসিন্দা অ্যামি সিমিনসন ও ডান স্টাগলিকস। তারা স্থির করেন বিয়ে করবেন। সেই মতো প্রস্তুতি নেওয়া হয়। দু'জনের পরিচিত মিলিয়ে মোট দেড়শো জনকে আমন্ত্রণ করেন। কিন্তু করোনাভাইরাস ক্রম'শই ভ'য়াব'হ আ'কার নিচ্ছে। তাই পরিকল্পনা পরিবর্তন করেন। কিন্তু কী সেই পরিকল্পনা? একটি প্যাকেজিং সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তারা। সেই সংস্থা অ্যামি এবং ডান জানানা শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, পুরুষ, নারী মিলিয়ে মোট দেড়শোটি কার্ডবোর্ডের মানুষ তৈরি করে দিতে হবে। 

তাদের কথায় রাজি হযে যায় ওই সংস্থা। সেই অ'নুযায়ী কার্ডবোর্ড দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কা'ট আউট তৈরি করে দেয় ওই সংস্থা। বিয়ের দিনে তারা সেই কার্ড আউটগুলো একটি ঘরে সাজিয়ে রাখেন। তাদের মাঝে বসে বিভিন্ন পোজে ছবিও তোলেন। আত্মীয়-পরিজনদের ছাড়া বিয়ে করতে খা'রাপ লেগেছে। তবে একটু অন্যরকম স্বাদ পেয়ে খুশি দম্পতি। 

তাদের উদ্যোগ মন ছুঁয়েছে নেটদুনিয়ারও। এমন ভাবনাচিন্তা যে একেবারেই মৌলিক তা নিয়ে কোনো সং'শয় নেই। তবে এভাবে আমরা প্রিয়জনদের সঙ্গ ছে'ড়ে একা বাঁ'চতে অভ্য'স্ত হয়ে যাচ্ছি না তো, প্রশ্ন অনেকের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে