সোমবার, ০৬ এপ্রিল, ২০২০, ০৬:৪০:৫৮

করোনায় নেই সরঞ্জাম, প্রতিবাদ করায় পাকিস্তানে ১৫০ চিকিত্‍সক গ্রেফতার

করোনায় নেই সরঞ্জাম, প্রতিবাদ করায় পাকিস্তানে ১৫০ চিকিত্‍সক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বের সঙ্গে পাকিস্তানেও থা'বা বসিয়েছে করোনা ভাইরাস। পরি'স্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে সে দেশ। মা'রণ ভাইরাসটির বিরু'দ্ধে লড়াই করা চিকিত্‍সকদের কাছে নেই পিপিই বা 'পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট'। ফলে একপ্রকার বাধ্য হয়েই প্রতিবা'দে নামতে হয়েছে তাদের। আর তার জেরেই সোমবার প্রায় ১৫০ জন চিকিত্‍সককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তানে। সোমবার করোনার বিরু'দ্ধে লড়াইয়ে নিরা'পত্তার দাবিতে রাস্তায় নামেন চিকিত্‍সক ও অন্য স্বাস্থ্যকর্মীরা। প্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবা'দ দেখান তারা। চিকিত্‍সকদের সংগঠনের মুখপাত্র ইয়াসির খান দাবি করেন, বিনা প্ররোচনায় পুলিশ প্রতিবা'দী স্বাস্থ্যকর্মীদের উপর লাঠি চালাতে শুরু করে। তারপর অন্তত ১৫০ জনকে গ্রেফতার করে বিভিন্ন জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

যদিও পুলিশের পালটা দাবি, পরি'স্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ গ্রহণ করতে বা'ধ্য হয়ছে তারা। সরকারের নিষে'ধাজ্ঞা অমা'ন্য করে জমায়েতে অংশ নিয়েছিলেন ডাক্তাররা। ফলে তাদের বিরু'দ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনায় পাকিস্তানের স্বাস্থ্যব্যবস্থার কঙ্কা'লসার চেহারা প্রকাশ্যে এসেছে বলেই মত বিশ্লেষকদের। 

রাজধানী ইসলামাবাদসহ দেশের উন্নত প্রদেশগুলিতে কিছুটা পরিষেবা মিললেও দীর্ঘদিন ধ'রেই বালোচিস্তানে কোনও উন্নয়ন করেনি পাক সরকার। ফলে করোনা মহামা'রীর সঙ্গে ল'ড়াই করার কোনও পরিকাঠামো সেখানে মজুত নেই বলেই দাবি বিশেষজ্ঞদের। উল্লেখ্য, এপর্যন্ত পাকিস্তানে করোনার আক্রা'ন্ত প্রায় ৩ হজর ৪৬৯ জন। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আক্রা'ন্তদের মধ্যে ১৯২ জন বালোচিস্তানের বাসিন্দা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে