মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ১১:৩৯:০২

যুক্তরাষ্ট্রকে ওষুধ দেবে না মোদি, ভারতকে প্রত্যাঘা'তের হু'মকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে ওষুধ দেবে না মোদি, ভারতকে প্রত্যাঘা'তের হু'মকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মূলত ম্যালেরিয়ার ওষুধ হিসাবেই ব্যবহৃত হয় হাইড্রক্সিক্লোরোকুইন। এছাড়াও একটি বিশেষ ধরনের বাতের চিকিত্‍সাতেও এর ব্যবহার সুপরিচিত। ওষুধটাও যে খুব দু'ষ্প্রা'প্য তা নয়। খুব সহজে তৈরি হয়। সহজে পাওয়াও যায়। কিন্তু করোনা ভাইরাস মহামা'রী আকারে ছড়িয়ে পড়ার পর এই ওষুধ নিয়ে এখন টানা'টানি পড়েছে।

আর এমন টানা'টানি পড়েছে যে তথাকথিত ভারত-মার্কিন সুসম্পর্ক নিমেষে ভুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুঁ'শিয়ার করেছেন এই ওষুধ তাদের না দিলে ভারতকেও এর প্রত্যাঘা'তের জন্য তৈরি থাকতে। গত ফেব্রুয়ারিতেই যে ট্রাম্প ভারত সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছেন। যে ট্রাম্পকে ভারতের তরফে রাজকীয় অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদি। 

তার পরম বন্ধু সেই ট্রাম্প কিনা এখন হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ভারতকে সরাসরি হুঁ'শিয়ার করে বসলেন! হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধটি করোনা রো'গী তো বটেই এমনকি যেসব চিকিত্‍সক করোনা রো'গী দেখছেন, করোনা রো'গীর পরিবারের লোকজনকেও দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছিল। এদিকে ভারতে ক্র'মশ বাড়ছিল এই রোগ। 

ফলে ভারত সরকার এই ওষুধের রফতানির ওপর নিষে'ধা'জ্ঞা জা'রি করে। কারণ দেশে এই ওষুধ কত লাগবে সেটাই পরিস্কার নয় এখনও। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হুঁ'শিয়ার করার পরও এখনও ভারত সরকার এই নিষে'ধা'জ্ঞা শিথিল করেনি। সে সিদ্ধান্ত নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মার্কিন প্রেসিডেন্ট মনে করেন হাইড্রক্সিক্লোরোকুইন করোনা রোখার ক্ষেত্রে গেম চেঞ্জার হিসাবে সামনে আসতে পারে। তাই তিনি আগেই ভারতের কাছে এই ওষুধ চেয়েছেন। ভারত হল এমন দেশ যারা বিশ্বের ৭০ শতাংশ হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করে। প্রতি মাসে ভারত ৪০ টন হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করতে সমর্থ।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে এই ওষুধ পাঠায় ভারত। কিন্তু এক্ষেত্রে কাঁচামালের একটা অংশ চীন হয়ে আসে। ফলে সেই যোগান কতটা সুলভে পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে এই অবস্থায়। কারণ চীনও করোনার জেরে ভাল অবস্থায় নেই। গত ২৫ মার্চ থেকে এই ওষুধ রপ্তানির ব্যাপারে সাময়িক নি'ষেধা'জ্ঞা জারি করে ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে