বুধবার, ০৮ এপ্রিল, ২০২০, ১০:১১:০৮

করোনার মধ্য প্রাণীদের উপর প্রতিশো'ধ, খাবারে বি'ষ মি'শিয়ে পথকুকুরদের হ'ত্যা

করোনার মধ্য প্রাণীদের উপর প্রতিশো'ধ, খাবারে বি'ষ মি'শিয়ে পথকুকুরদের হ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : অব'লা প্রাণীদের উপর 'প্রতিশো'ধ'! 'সুপা'রি কি'লার'-কে লা'গিয়ে মে'রে ফেলা হল পথকুকুরদের। করোনায় লকডাউনের মাঝে চ'রম নৃ'শং'সতার সা'ক্ষী থাকল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রায়গঞ্জ। ঘ'টনায় দু'জনকে গ্রেফ'তার করেছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ার উদয়পুর এলাকায় একটি কুকুরের মৃ'তদে'হ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। 

খোঁ'জাখুঁ'জি করতে আরও একটি কুকুরকে অ'সুস্থ অবস্থা পাওয়া যায়। পরে সেও মা'রা যায়। শুধু তাই নয়, আরও বেশ কয়েকটি কুকুরকে খুঁ'জে পাওয়া যাচ্ছে না বলে অভি'যো'গ। ঘ'টনায় রী'তিম'তো শো'রগো'ল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘ'ট'নাস্থলে আসেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। লিখিত অভিযো'গ দায়ের করা হয় কর্ণজো'ড়ায় ফাঁ'ড়িতে। মৃ'ত দুটি কুকুরকে উ'দ্ধার করে ময়'নাত'দন্তের জন্য রায়গঞ্জ পশু হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এদিকে এই ঘ'টনার পর স্থানীয় বাসিন্দারাই রূপম গঙ্গোপাধ্যায় নামে এক যুবককে ধ'রে ফেলেন। তাকে জিজ্ঞাসাবা'দ করতে র'হস্যের কি'নারা হয়। এলাকার লোকের দা'বি, রূপম জানিয়েছে, মঞ্জু নন্দী নামে স্থানীয় মহিলার পোষা ছাগলকে মে'রে ফেলেছে কুকুর। ব'দলা নিতে তিনি এলাকার সমস্ত পথকুকুর বি'ষ দিয়ে মে'রে ফে'লার 'সু'পারি' দিয়েছিলেন। এই কাজের জন্য রূপম নগদ ৫০ টাকাও পেয়েছে বলে জানা গিয়েছে। দু'জনকেই পুলিশের হাতে তু'লে দেওয়া হয়। তাদের গ্রে'ফতার করেছে পুলিশ।

উল্লেখ্য ভারতের আই'ন অনু'যায়ী, কোনও পশু বা প্রাণীকে হ'ত্যা করা দ'ণ্ড'নীয় অপ'রা'ধ। ধ'রা পড়লে হতে পারে জ'রিমা'নাও। এক্ষে'ত্রেও যদি পথকুকুরগুলিকে যদি সত্যি বি'ষ দিয়ে মে'রে ফে'লা হয়ে থাকে, তাহলে দো'ষীদের বি'রু'দ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আ'শ্বা'স দিয়েছে পুলিশ। ঘ'টনায় নৃশং'সতায় শি'উরে উ'ঠেছে অনেকেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে