বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ১২:১৮:২৩

১২ দিন কোয়ারেন্টাইনে থেকে শুধু টুথপেস্ট কিনতে গিয়েই করোনায় আক্রা'ন্ত

১২ দিন কোয়ারেন্টাইনে থেকে শুধু টুথপেস্ট কিনতে গিয়েই করোনায় আক্রা'ন্ত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামা'রি আ'কার ধা'রণ করা করোনাভাইরাসের কার্যকরী কোনো প্রতিষেধ'ক এখনও আবিষ্কার হয়নি।সবচেয়ে আত'ঙ্কের খবর হল, দিন দিন করোনায় আক্রা'ন্তের সংখ্যা ও মৃত্যুহার বাড়ছে। টা'না ১২ দিন কোয়ারেন্টাইনে থেকে শুধু একবারের জন্য টুথপেস্ট কিনতে গিয়েই যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন এক ব্যক্তি।

সম্প্রতি নিউইয়র্কের করোনা পরিস্থিতি নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে এমন তথ্য দিয়েছেন নিউইয়র্কের মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশি আমেরিকান চিকিৎসক ফেরদৌস খন্দকার।তিনি বলেন, আমার এক রোগী টা'না ১২ দিন ধ'রে কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর একবার টুথপেস্ট কেনার জন্য বাইরে বের হন তিনি। আর সেখান থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।সুতরাং করোনা ভাইরাসের সং'ক্রমণ থেকে নিজেকে মু'ক্ত রাখতে হলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেয়া পরামর্শগুলোর কোনো রকম ব্য'তয় চলবে না বলে জানিয়েছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে মহামা;রি করোনাভাইরাসে আক্রা;ন্তের সংখ্যা ৪ লাখ ছা;ড়িয়েছে। বর্তমানে দেশটির ৫৬টি অঙ্গরাজ্যে ৪ লাখ ৫৪৯ জন করোনা আক্রা;ন্ত রোগী শনাক্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রা;ন্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১২ হাজার ৮৫৭ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে