বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ১১:৫৫:১২

করোনাভাইরাস ৫০ কোটি মানুষকে গরিব বানাতে পারে

করোনাভাইরাস ৫০ কোটি মানুষকে গরিব বানাতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামা'রি আকা'রে ছড়িয়ে যাওয়ার জেরে বিশ্বব্যাপী ৫০ কোটি মানুষ দরিদ্র হয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মো'কাবেলায় আর্থিক ও মানবিক ব্যয় নিয়ে জাতিসংঘের এক গবেষণা থেকে এই নি'র্মম সত'র্কতা বেরিয়ে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছরের মধ্যে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বাড়তে যাচ্ছে। জাতিসংসংঘের হয়ে গবেষণাটি করেছে কিংস কলেজ লন্ডন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ক্রিস্টোফার হোয় বলেন, অর্থনৈতিক স'ঙ্কটটি সম্ভবত স্বাস্থ্য স'ঙ্কটের চেয়েও মারা'ত্ম'ক হতে যাচ্ছে। ফলে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা ছিল জাতিসংঘের, করোনাভাইরাস মহামা'রি আ'কারে ছড়িয়ে যাওয়ার জেরে তা ভে'স্তে যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে