বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ১২:৩৫:৪৫

করোনাভাইরাস নি'র্মূলে বিশ্বে জাপানের এই ওষুধটি নিয়ে তো'লপা'ড়

 করোনাভাইরাস নি'র্মূলে বিশ্বে জাপানের এই ওষুধটি নিয়ে তো'লপা'ড়

আন্তর্জাতিক ডেস্ক : এক সংবাদ স'ম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তশি'মিসু মো'তেগি জানিয়েছেন,  করো'নায় আ'ক্রা'ন্ত ২০ টি দেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পরীক্ষামূ'লকভাবে বিনা'মূল্যে ‘অ্যা'ভিগান’ ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। 

২০ দেশের মধ্যে রয়েছে, বুল'গেরিয়া, চেক রি'পাবলিক, ইন্দো'নেশিয়া, মায়া'নমার, ই'রান, সৌদি আরব ও তুরস্ক। দেশগুলিতে করোনার ভ্যা'কসিন তৈরির ক্লিনিক্যাল টেস্ট চলছে।

মো'তেগি জানান, প্রাথমিকভাবে ২০টি দেশকে পাঠা'নো হলেও, আরও ৩০ টি দেশ এই ওষুধ নেয়ার আগ্রহ দেখিয়েছে। সরকার বিষয়টি ভাব'নাচিন্তার মধ্যে রেখেছে বলে জানিয়েছেন তিনি। 

জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি.-এর অ্যা'ন্টিভাইরাল ড্রা'গ হিসেবে পরিচিত ‘অ্যা'ভিগান’। ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় জাপানে এই ওষুধ ব্যবহার হয়ে আসছে।  সম্প্রতি চীন সরকার দাবি করে, এই ওষুধ ‘কোভিড-১৯’ প্র'তিরো'ধে ভাল কাজ দিয়েছে। এরপরই বিশ্বে ওষুধটি নিয়ে তো'লপা'ড় শুরু হয়। 

অন্য একটি সাংবাদিক সম্মেলনে জাপানের চিফ ক্যাবিনেট সে'ক্রেটারি ইয়োহিশিদে সূগা বলেছেন, জাপান সরকার অ্যা'ভিগান ওষুধ'টির ক্লিনিক্যাল গবেষণায় ইচ্ছুক দেশগুলোর সঙ্গে আরও বি'স্তারিতভাবে গবেষণা করতে চায়। তাই বিনামূল্যে প্রয়োজনীয় এই ওষুধের অ'নুরোধ জানানো প্রতিটি দেশকেই তা সরবরাহ করবে জাপান সরকার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে