বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ০৪:৪১:১৩

ভারতীয় কোয়াডকপ্টার গু'লি করে ভূপা'তিত করল পাকিস্তান

ভারতীয় কোয়াডকপ্টার গু'লি করে ভূপা'তিত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : আকাশসীমা ল'ঙ্ঘন করায় ভারতীয় একটি কোয়াডকপ্টার গু'লি করে ভূ'পা'তিত করেছে প্রতিবেশী পাকিস্তান। বৃহস্পতিবার শঙ্খ জেলায় এই ঘটনাটি ঘটেছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নজ'রদারি করতে পাকিস্তানি ভূখণ্ডের ৬০০ মিটারের মধ্যে কপ্টারটি ঢুকে পড়েছিল।

কাজেই ভারতীয় আ'গ্রাসনের জবাব দিয়ে তাদের কোয়াডকপ্টার গু'লি করে ভূ'পা'তিত করা হয়েছে বলে দাবি করে আইএসপিআর। পাকিস্তানি বাহিনী জানায়, ভারতীয় সেনাবাহিনীর এই অ'ন্যায় কার্যক্রমে দুই দেশের মধ্যকার আকাশ চুক্তির চ'রম ল'ঙ্ঘন ঘটেছে। ২০০৩ সালের অ'স্ত্রবি'রতি সমঝোতার ল'ঙ্ঘনেরই প্রতিফলন এটি।

সামরিক সূত্রের বরাতে ডন জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি চৌকির ছবি আকাশ থেকে তুলতে কোয়াডকপ্টার ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী। গো'লাব'র্ষণের আগে ল'ক্ষ্যবস্তু নির্ধারণ ও গোয়ে'ন্দা তথ্য জড়ো করতে এই কপ্টার কাজে লাগায় তারা। এর আগে গত বছরের ১৬ মার্চ একটি ভারতীয় গোয়ে'ন্দা কোয়াডকপ্টার গু'লি করে ভূ'পা'তিত করেছিল পাকিস্তান। সূত্র : ডন ও এক্সপ্রেস ট্রিবিউন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে