বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ১২:১৯:৪৩

সব সর্বনাশ হয়ে গেছে, দুই ২৪ পরগনাই ধ্বংস হয়ে গিয়েছে: মমতা ব্যানার্জী

সব সর্বনাশ হয়ে গেছে, দুই ২৪ পরগনাই ধ্বংস হয়ে গিয়েছে: মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : করোনা আবহেই দেশের পূর্বপ্রান্তে হা'না দিচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। সবচেয়ে বেশি ক্ষ'তিগ্র'স্ত হওয়ার কথা পশ্চিমবঙ্গের। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সাম্প্রতিককালের যে কোনও সাইক্লোনের চেয়েও আমফানের রূপ এবং শক্তি অনেক বেশি ভয়াবহ বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। 

দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা-সহ বাংলার ৭ জেলায় ব্যা'পক তা'ণ্ডব চলবে সুপার সাইক্লোনের। ক্ষ'তি এড়াতে প্রশাসন সদা সত'র্ক ছিল। বাড়ি থেকে কাউকে না বেরনোর নির্দেশ দিয়েছিল। আম্ফানে কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুরো ঝড়টাই পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মুখ্যমন্ত্রী বলেন, ''পুরো ঝড়টাই বাংলার উপর দিয়ে গিয়েছে। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষকে নিয়ে মো'কাবিলা করছি আমরা। আমাদের এখানে দিঘাতে যতটা হিট করবে ভেবেছিলাম ততটা হয়নি। আগে থেকে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় অনেক বড় বি'পদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। পাঁচ লক্ষ মানুষকে নিরা'পদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কারণে তারা রক্ষা পেয়েছেন। তবে দুটো ২৪ পরগনা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। অনেক জায়গায় মানুষ গাছ পড়ে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার পরি'স্থিতি খুবই ভ'য়াব'হ। সব সর্বনা'শ হয়ে গিয়েছে। আমরা নিজেরা খুব স্ত'ম্ভিত। খুব খারাপ লাগছে। নবান্নেরও অনেক ক্ষ'তি হয়েছে।'' সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে