বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ০২:১১:৫৪

২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের 'ভূমিধস' পরাজয় হবে

২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের 'ভূমিধস' পরাজয় হবে

আন্তর্জাতিক ডেস্ক :  করোনাভাইরাসে সৃষ্ট  অর্থনৈতিক মন্দার কারণে ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনে 'ঐতিহাসিক পরাজয়' বরন করবেন। অক্সফোর্ড ইকোনমিকসের একটি জাতীয় নির্বাচনের মডেলে এ ভবিষ্যদ্বাণী করা হয়েছে। 

অক্সফোর্ড ইকোনমিকস এর মডেলটি নির্বাচনের ফলাফল পূর্বাভাসের জন্য বেকারত্ব, নিষ্পত্তিযোগ্য আয় এবং মুদ্রাস্ফীতির বিষয়গুলাে ব্যবহার করে। সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ মডেল অনুসারে, নির্বাচনে ট্রাম্পের 'ভূমিধস' পরাজয় হবে।পপুলার ভোটের মাত্র ৩৫ শতাংশ পাবেন তিনি। মডেলটি গত ১৮টি নির্বাচনের মধ্যে ১৬টিতে জনপ্রিয় ভোটের বিজয়ীর ভবিষ্যদ্বাণী করেছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাব মার্কিন যুক্তরাষ্ট্রে আঘা'ত হানার আগে এই মডেলটি (যুক্তরাষ্ট্রে) সম্পূর্ণ বিপ'র্যয়ের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিল। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য সংকটের আগে অক্সফোর্ড ইকোনমিকস ভবিষ্যদ্বাণী করেছিল যে, ট্রাম্প প্রায় ৫৫ শতাংশ ভোটে জিতবেন। অক্সফোর্ড ইকোনমিকস রিপোর্টে লিখেছে, নভেম্বরে নির্বাচনে জয়ী হ্ওয়ার পথে ট্রাম্পের দুর্গ'ম বাধা রয়েছে।  সূত্র : দ্য গার্ডিয়ান 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে