বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ০৭:১৯:৫৪

বিমানবন্দরকে 'সমুদ্রবন্দর' বানিয়ে দিলো সুপার সাইক্লোন আম্ফান!

বিমানবন্দরকে 'সমুদ্রবন্দর' বানিয়ে দিলো সুপার সাইক্লোন আম্ফান!

আন্তর্জাতিক ডেস্ক : সুপার সাইক্লোন আম্ফানের তা'ণ্ডবে 'সিটি অফ জয়' কলকাতা এখন ধ্বং'সস্তূপে পরিণত হয়েছে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় সব ত'ছন'ছ করে দিয়েছে। কতটা ক্ষ'তি হয়েছে তা এখনো কল্পনাতীত। ধ্বং'সলীলা থেকে রেহাই পায়নি কলকাতা বিমানবন্দরও৷ যে কারো পক্ষে এখন বিমানবন্দরটিকে দেখা বোঝা মুশকিল এ কলকাতা বিমানবন্দর, নাকি কোন 'সমুদ্রবন্দর'! রানওয়ে থেকে শুরু করে হ্যাঙার, সবখানে শুধু পানিতে থইথই করছে৷

বুধবার সন্ধ্যায় আম্ফান ধ্বং'সলীলা চালায় বিমানবন্দরেও। হ্যাঙার ভে'ঙে পড়েছে বলে জানা গেছে৷ এয়ার ইন্ডিয়ার ওই হ্যাঙারে সে সময় একটি বিমানও রাখা ছিল৷ তবে বিমানের কোনো ক্ষ'তি হয়নি৷ তবে অন্যান্য হ্যাঙারগুলোর অবস্থা খুবই খা'রাপ৷ সবকিছু ঠিকঠাক করতে সময় লাগবে বলেই জানা গেছে৷

এদিকে, ঘূর্ণিঝড় আম্ফানে দুমড়ে-মুচড়ে গেছে গোটা কলকাতা শহর। ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর অবস্থা আরো খা'রাপ। শিকড় উপড়ে রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে গাছ। তী'ব্র ঝড়ে নির্বি'চারে ভেঙেছে বৈদ্যুতিক পোস্ট। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন, আম্ফানের তা'ণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কলকাতায় ১৫ এবং হাওড়ায় ৭ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেই গাছ পড়ে বা বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারিয়েছেন। ভিডিওটি দেখুন.. সূত্র: এই সময়, আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে