শুক্রবার, ২২ মে, ২০২০, ০৫:৫৭:২৫

ইসরায়েল টিউমার, একে অপসারণ করতে হবে: খোমেনি

ইসরায়েল টিউমার, একে অপসারণ করতে হবে: খোমেনি

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বি'রুদ্ধে ফিলিস্তিনিদের মুক্তির সং'গ্রামকে বেগবান করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। ইসরায়েলকে টিউমার আখ্যা দিয়ে ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত তাদের বি'রুদ্ধে ল'ড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার আল কুদস দিবস উপলক্ষে দেওয়া এক অনলাইন ভাষণে খোমেনি এসব আহ্বান জানান বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ, জায়নবাদ ও ইসরায়েলের জেরুজালেম দ'খলের বিরুদ্ধেস ১৯৭৯ সাল থেকে রমজানের শেষ শুক্রবার আল কুদস দিবস পালন করে আসছে ইরান। এর প্রতি সং'হতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও দিবসটি পালন করা হয়।

শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেন, ‘ফিলিস্তিনিদের ল'ড়াই চলবে.. ফিলিস্তিনকে স্বাধীন করা এবং জিহাদে অংশ নেওয়া মুসলমানদের কর্তব্য।... জায়নবাদী শাসক (ইসরায়েল) এই অঞ্চলের ক্যান্সার সৃষ্টিকারী টিউমার।’ 

তিনি বলেন, ‘আজকের দিনে দুনিয়ার সবাই করোনাভাইরাসে মা'রা যাওয়া প্রতিটি মানুষের হিসাব রাখছে কিন্তু কেউই ফিলিস্তিনে হাজার হাজার মানুষ হ'ত্যা, কারাগারে ব'ন্দি রাখা ও গু'ম করে ফেলার জন্য দায়ী কে?- সেই প্রশ্ন কেউ করছে না।’ 

যুক্তরাষ্ট্র ও ইউরোপ যেসব দেশে যু'দ্ধ ছড়িয়ে দিয়েছে সেসব দেশেও একই প'রিস্থিতি চললেও তাদেরও কেউ প্রশ্ন করছে না বলে মন্তব্য করেন তিনি। খোমেনি বলেন, জায়নবাদের এই দীর্ঘমেয়াদি ভাইরাসটিকে উৎখাত করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে