শনিবার, ২৩ মে, ২০২০, ০৪:৩১:৩১

রাখে আল্লাহ মারে কে: বিস্ময়করভাবে প্রাণে বেঁচে গেছেন প্লেনের দুই যাত্রী

রাখে আল্লাহ মারে কে: বিস্ময়করভাবে প্রাণে বেঁচে গেছেন প্লেনের দুই যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক: করাচি বিমানবন্দরের কাছে শুক্রবার দুপুরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি প্লেন বিধ্ব'স্তের ঘ'টনায় এ পর্যন্ত অন্তত ৬৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চি'ত হওয়া গেছে। তবে অলৌকিকভাবে দুই যাত্রী বেঁ'চে গেছেন বলে জানিয়েছেন সিন্ধ প্রদেশ কর্তৃপক্ষ।পিআইএ’র মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ জানান, বিধ্ব'স্তের সময় প্লেনটিতে ৯১ যাত্রী ও আটজন ক্রু ছিলেন। প্লেনটি লাহোর থেকে করাচি যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ৩২০ এয়ারবাসটি অন্তত দুই থেকে তিনবার বিমানবন্দরে ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল। পরে আবাসিক এলাকার মধ্যে একটি মোবাইল টাওয়ারের সঙ্গে ধা'ক্কা লে'গে ভবনের ওপর বিধ্ব'স্ত হয়। এর পরপরই প্লেনটিতে দা'উদা'উ করে আগুন ধ'রে যায়।

এমন ভ'য়ঙ্কর দু'র্ঘট'নার পরেও বিস্ম'য়করভাবে প্রাণে বেঁচে গেছেন প্লেনের দুই যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ধের স্বাস্থ্যমন্ত্রীর মিডিয়া কোঅর্ডিনেটর মীরান ইউসুফ। তিনি জানান, বেঁ'চে যাওয়া যাত্রীদের একজন হলেন ব্যাংক অব পাঞ্জাবের প্রেসিডেন্ট জাফর মাসুদ, আরেকজনের নাম জুবাইর।

মীরান বলেন, ‘জুবাইয়েরের শরীরের ৩৫ শতাংশ পু'ড়ে গেছে, তাকে করাচি সিভিল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জাফর মাসুদের চারটি হাঁড় ভে'ঙে গেছে। তিনি দারুল সেহাত হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দুজনের অবস্থাই স্থিতিশীল।’দু'র্ঘট'নায় বেঁ'চে যাওয়া আরেকজনকে প্রথমে প্লেনের যাত্রী ভাবা হলেও পরে জানা গেছে তিনি স্থানীয় বাসিন্দা।সূত্র: ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে