শনিবার, ২৩ মে, ২০২০, ১০:৪৫:১২

বাইরে থেকে এবার ব্রিটেনে ঢুকলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

বাইরে থেকে এবার ব্রিটেনে ঢুকলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

আন্তর্জাতিক ডেস্ক :  দেশের বাইরে থেকে ব্রিটেনে গেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। ৮ জুন থেকে সেটা কার্যকর হবে। দ্বিতীয়ধাপে করোনাভাইরাস যেন ছড়াতে না পারে, সেজন্য শুক্রবার এ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পাটেল।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রীতি পাটেল বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগের নম্বর এবং ঠিকানা জানাতে হবে। নতুনভাবে সং'ক্রমণ ঠে'কাতে তাদের যেন নজ'রদারি করা যায়, সেজন্য এসব লাগবে। কোয়ারেন্টিন চলা অবস্থায় যে কোনো সময় তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। জনস্বাস্থ্য বিভাগ দফায় দফায় তাদের পরীক্ষা করে দেখবে।

যারা কোয়ারেন্টিনের নিয়ম ভা'ঙবেন, তাদের এক হাজার পাউন্ড জরিমানা করা হবে। আর এই নিয়ম মানতে না চাইলে বিদেশিদেরও ফিরিয়ে দেবে সীমান্তরক্ষী বাহিনী।

যারা কোয়ারেন্টিনে থাকবেন, তাদের সঙ্গে অন্য কেউ দেখা করতে পারবে না। তারা খাবার কেনার জন্য বাইরে যেতে পারবে না। তবে অতি প্রয়োজনে তারা সহায়তা পাবে।যদিও আয়ারল্যান্ড থেকে আসা ব্যক্তি এবং করোনাভাইরাসের চিকিৎসা দিতে আসা স্বাস্থ্যকর্মী এবং কৃষি শ্রমিকদের এই নিয়ম মানতে হবে না। সূত্র : ট্রেলিগ্রাফ, শিনহুয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে