শনিবার, ২৩ মে, ২০২০, ০৪:৩০:২৩

করাচিতে যেভাবে ভেঙে পড়ে পাকিস্তান এয়ারলাইন্সের বিমানটি

করাচিতে যেভাবে ভেঙে পড়ে পাকিস্তান এয়ারলাইন্সের বিমানটি

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউনের মধ্যেই পাকিস্তানের করাচিতে ভ'য়াব'হ বিমান দুর্ঘ'টনায় কমপক্ষে ৯৭ জন প্রাণ হা'রিয়েছে। বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগেই একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি এয়ারবাস ৩২০ বিমান। খবর এনডিটিভির।

শুক্রবার দুপুরে ওই বিমানটি বিধ্ব'স্ত হয়। তবে অলৌকিকভাবে দুর্ঘটনা থেকে দুই যাত্রী বেঁচে গেছেন। ভ'য়াব'হ ওই দুর্ঘ'টনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে বিমানটি হঠাৎ করেই বিধ্ব'স্ত হলো এবং সঙ্গে সঙ্গেই চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

পিআইএ'র মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ জানিয়েছেন, বিধ্ব'স্তের সময় বিমানটিতে ৯১ যাত্রী ও আটজন ক্রু ছিলেন।বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। বিমানটি দুই থেকে তিনবার বিমানবন্দরে ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল। পরে আবাসিক এলাকার মধ্যে একটি মোবাইল টাওয়ারের সঙ্গে ধা'ক্কা লেগে ভবনের ওপর বিধ্ব'স্ত হয়। 

এর পরপরই প্লেনটিতে দাউদাউ করে আগু'ন ধ'রে যায়। ল্যান্ড করার ঠিক আগের মুহূর্তেই বিমানটির সঙ্গে যোগাযোগ বি'চ্ছিন্ন হয়ে যায় এটিসির। দুর্ঘ'টনার পর পরই উদ্ধার কাজে নেমে পড়েন পাক রেঞ্জার্স এবং বিপ'র্যয় মো'কাবিলা বাহিনীর সদস্যরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে