শনিবার, ২৩ মে, ২০২০, ০৭:৩৯:৩৬

জেনে নিন, ভারতের কোন অঞ্চলে কবে ও কিভাবে ঈদের পালন হবে

জেনে নিন, ভারতের কোন অঞ্চলে কবে ও কিভাবে ঈদের পালন হবে

আন্তর্জাতিক ডেস্ক : রমজান মাসের শেষে দশম ইসলাম মাস শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর পালন করা হয়। রোজা ও ইবাদতের মাস রমজান মাস। শাওয়াল মাসের চাঁদ প্রথম দেখা যায় সৌদি আরবে। তার সময়, তারিখ বিভিন্ন দেশে আলাদা আলাদা হয়। ঈদুল ফিতর ভারতে পালিত হবে ২৫ মে। তবে চাঁদ দেখা সাপেক্ষে তা পরিবর্তিত হতে পারে। 

একবার শাওয়ালের চাঁদ দেখা গেলেই শুরু হবে ঈদ ২০২০ পালন। কেরালা রবিবার ঈদ পালন করবে। সেরাজ্যের মুসলিম ধর্মীয় নেতারা একথা জানিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই অনুসারে, শনিবারই লাদাখে এই উৎসব পালিত হচ্ছে। সেখানকার এক স্থানীয় ওই সংবাদ সংস্থাকে জানাচ্ছেন, 'কার্গিলে চাঁদ দেখা গিয়েছে গতকাল। তাই লাদাখে আজ ঈদ পালিত হচ্ছে। কোভিড-১৯ সং'ক্র'মণের কারণে আমরা আমাদের প্রার্থনা বাড়িতেই করব।''

গত ২৬ এপ্রিল ভারতে রমজান শুরু হয়। সাধারণত ২৯ থেকে ৩০ দিন রমজান পালিত হয়। রমজানের শেষে ঈদুল ফিতর ঘোষিত হয়। রবিবার সংযুক্ত আরব আমিররাত, কুয়েত, কাতার ও বেহরিনের মতো মধ্যপ্রাচ্যের দেশে রবিবার ঈদ উদযাপিত হবে।

ঈদের দিন প্রার্থনা করা ছাড়াও মসজিদে মুসলিমদের সামনে প্রদত্ত ধর্মীয় বক্তৃতা 'খুতবা' শোনা কিংবা জাকাত-আল-ফিতর অর্থাৎ খাবার দান করা হয়। পাশাপাশি পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করে ইদের শুভেচ্ছা জানানো ও উপহার দেওয়ার রীতিও রয়েছে। ছোটদের 'ইদি' অর্থাৎ ছোট উপহার দেন বড়রা।

সমস্ত উৎসবের মতো ঈদেও সুখাদ্যের বন্দোবস্ত থাকে। ঈদে বিরিয়ানি, কাবাব, টিক্কা খাওয়া হয়। হালিম কিংবা কোর্মাও খাওয়া হয়। এই ঈদকে 'মিঠি ঈদ'-ও বলে। শিয়ার খুরমা, খাবুনি, খালিজা ফেনির মতো মিষ্টান্ন খাওয়ারও চল রয়েছে ঈদের সময়। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে