শনিবার, ২৩ মে, ২০২০, ০৮:০৩:৫৬

বিশ্বের সকল শক্তি একত্রিত হলেও ইরানকে পরাজিত করতে পারবে না : রুহানি

বিশ্বের সকল শক্তি একত্রিত হলেও ইরানকে পরাজিত করতে পারবে না : রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ১৯৮২ সালের ২৩ মে ইরানি যো'দ্ধারা তাদের দেশের বি'রু'দ্ধে আঞ্চলিক, আন্তর্জাতিক ও বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির ষ'ড়য'ন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। ১৯৮০’র দশকে ইরাক-ইরান যু'দ্ধের সময় এই দিনে আগ্রা'সী ইরাকি বাহিনীর হাত থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খোররামশাহর পু'নরু'দ্ধার করেছিল তেহরান।

ইরানে দিনটিকে ''প্রতিরো'ধ, আত্মোৎসর্গ ও বিজয় দিবস'' হিসেবে পালন করা হয়। দেশটির প্রেসিডেন্ট রুহানি আজ শনিবার করোনা ভাইরাস মোকা'বিলায় গঠিত জাতীয় টাস্কফোর্সের সভায় বক্তব্য রাখতে গিয়ে খোররামশাহর পু'নরু'দ্ধারের বার্ষিকীতে দেশের জনগণকে অভিনন্দন জানান। 

তিনি বলেন, ইরানি জনগণ এই দিন প্রমাণ করেছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সকল শক্তি সম্মিলিতভাবে সর্বাধুনিক অ'স্ত্রস'স্ত্রে সজ্জিত হয়েও যদি আ'গ্রা'সন চালাতে আসে তাহলেও তারা এদেশের জনগণকে পরাজিত করতে পারবে না।

তিনি বলেন, ইরানের বিরু'দ্ধে শুধু ইরাকের সাদ্দাম বাহিনী একা যু'দ্ধ করেনি বরং প্রাচ্য ও পাশ্চাত্যের তৎকালীন দুই পরাশক্তি ইরাককে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছিল। কিন্তু তারপরও তারা ইরানি যো'দ্ধাদের পরা'ভূত করতে ব্য'র্থ হয়েছে। প্রেসিডেন্ট রুহানি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সূত্র : পার্স টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে