শনিবার, ২৩ মে, ২০২০, ০৯:৫২:৩০

এই প্রথম 'বড় সাফল্য' দাবি চিন সরকারের

এই প্রথম 'বড় সাফল্য' দাবি চিন সরকারের

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বে করোনা হাহাকার! প্রথম করোনার সং'ক্রমণ দেখা দেয় চিনে। সেখান থেকে ক্রমশ ছ'ড়িয়ে পড়ে গোটা পৃথীবিতে। যদিও চিন-ই প্রথম সং'ক্রমণ কমাতে সক্ষ'ম হয়েছিল, কিন্তু তারপরও প্রতিদিনই মিলছিল নতুন করোনা আক্রা'ন্তের হদিশ! কিন্তু শনিবার, কোনও নতুন করোনা আক্রা'ন্তের খোঁ'জ মেলেনি চিনে। জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত এই প্রথম নতুন করে কেউ করোনা আক্রা'ন্ত হল না চিনে। জিং পিং সরকার এই ঘ'টনাকে 'বড় সাফল্য' হিসেবে দেখছে।

জানুয়ারি মাসে চিনের ইউহানে প্রথম হা'না দেয় করোনা সং'ক্রমণ। সে দেশের সরকারি ত'থ্য অনুযায়ী, করোনায় মৃ'তের সংখ্যা ৪৬৩৪। যদিও আমেরিকার দাবি, আক্রা'ন্ত ও মৃ'তের সঠিক সংখ্যা জানাচ্ছে না চিন, যা জানিয়েছে তার থেকে আক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা, দুই-ই অনেক বেশি।

যদিও এ'কথা মানতে নারাজ চিন। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশকে সবসমসয় সব রকমের সাহায্য করেছে এবং করোনাভাইরাস সং'ক্রা'ন্ত যাবতীয় ত'থ্য সবাইকে জানিয়েছে।সূত্র: নিউজ এইটিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে