বুধবার, ২৭ মে, ২০২০, ০৩:৪৫:০৯

সৌদি আরবে গো'লাগু'লি, জানুন সর্বশেষ পরি'স্থিতি

সৌদি আরবে গো'লাগু'লি, জানুন সর্বশেষ পরি'স্থিতি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে গো'লাগু'লিতে অন্তত ছয়জন নিহ'ত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহ'ত হয়েছেন আরও কমপক্ষে তিনজন। বুধবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জাানানো হয়েছে।

এসপিএ বলছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশে মঙ্গলবার গো'লাগু'লির ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহ'ত ও তিনজন আহ'ত হয়েছেন। আহ'তদের উ'দ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসির প্রদেশ পুলিশ গো'লাগু'লির এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আসির প্রদেশের আল-আমওয়াহ এলাকার এই গো'লাগু'লির ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের সীমান্তের এই প্রদেশে প্রায়ই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হা'মলা চা'লিয়ে আসছে। আসির প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষে'পণা'স্ত্র হা'মলা চা'লায় হুথিরা। গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষে'পণা'স্ত্র হা'মলায় অন্তত একজনের প্রাণহা'নি ঘটে এবং আহ'ত হন অন্তত ৭ জন।

হুথি বি'দ্রো'হীদের আ'ন্দোলনের মুখে ২০১৫ সালের মাঝের দিকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি দেশ ছেড়ে পা'লাতে বাধ্য হন। এরপর দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে ক্ষ'মতায় ফেরাতে হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হা'মলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সূত্র: রয়টার্স, আল-আরাবিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে