শুক্রবার, ২৯ মে, ২০২০, ০৪:৩৮:২৭

করাচিতে বিধ্ব'স্ত বিমান থেকে ৩ কোটি রুপি উদ্ধার

করাচিতে বিধ্ব'স্ত বিমান থেকে ৩ কোটি রুপি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে বিধ্ব'স্ত হওয়া বিমান থেকে ৩ কোটি রুপি উ'দ্ধার করেছে অনুস'ন্ধানকারী দল। তদ'ন্তকারী ও উদ্ধা'রকারী কর্মকর্তারা বিমানের ধ্বং'সাবশেষ থেকে বিভিন্ন দেশের মুদ্রা মিলিয়ে ৩ কোটি রুপী উ'দ্ধার করেছে।

দুইটি ভিন্ন ব্যাগ থেকে এই অর্থ উ'দ্ধার করা হয়েছে। তবে এই পরিমাণ অর্থ কিভাবে বিমান থেকে উদ্ধার করা হলো সে বিষয়ে খতিয়ে দেখা শুরু করেছে কতৃপক্ষ। এখন পর্যন্ত বিমান দুর্ঘ'টনায় নিহ'ত ৪৭ টি মৃ'তদেহ শনা'ক্তকরণ শেষ হয়েছে এবং ৪৩ টি ম'রদেহ হস্তান্তর করা হয়েছে। করাচিতে গেল সপ্তাহে একটি বিমান বিধ্ব'স্ত হয়ে ৯৯ জন যাত্রীর ৯৭ জন মা'রা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই তিনবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রথমে একটি মোবাইল টাওয়ারে ধা'ক্কা দিয়ে পরে আবাসিক এলাকাটির ওপর আছড়ে পড়ে বিমানটি। তবে বিধ্ব'স্ত হওয়ার আগের দিনই বিমানটি ওমানের রাজধানী মাস্কট থেকে উড়াল দিয়ে নিরা'পদে লাহোরে পৌঁছায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে