শনিবার, ৩০ মে, ২০২০, ১২:৩০:৪৩

তুরস্কের মসজিদগুলোতে হঠাৎ ঘটে গেল অকল্পনীয় ঘটনা

তুরস্কের মসজিদগুলোতে হঠাৎ ঘটে গেল অকল্পনীয় ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইজমিরে ঘ'টেছে এক অক'ল্পনীয় ঘ'টনাটি৷ সেখানকার মসজিদগুলোতে হঠাৎ দ্বিতীয় বিশ্বযু'দ্ধের সময়ের ফ্যা'সিবা'দবিরো'ধী একটি গান বেজে ওঠে! আজানের পরিবর্তে কে বা কারা ফ্যা'সিবা'দবিরো'ধী গান বাজিয়েছে তুরস্কের কয়েকটি মসজিদে৷ 

এদিকে, ঘটনার তদ'ন্ত করে দো'ষীদের শা'স্তি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার৷ তুরস্কের বিরো'ধীদল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এলাকা হিসেবে পরিচিত ইজমিরে ঘটেছে ঘটনাটি৷ সেখানকার মসজিদগুলোতে হঠাৎ দ্বিতীয় বিশ্বযু'দ্ধের সময়ের ফ্যা'সিবা'দবিরো'ধী একটি গান বেজে ওঠায় তুমুল বিত'র্ক শুরু হয়েছে তুরস্কে৷ 

''বেলা চিলো'' শিরোনামের ইতালীয় ভাষার গানটি মসজিদে কে বা কারা বাজালো সেসম্পর্কে এখনো কিছুই জানা যায়নি৷ ধর্ম বিষয়ক জাতীয় পরিষদ দিয়ানেট বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদ'ন্ত শুরু করার পাশাপাশি আদালতে মামলাও করেছিল৷ সেই মামলার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২১ মে) তদ'ন্তের নির্দে'শ দিয়েছে আদালত৷

অন্যদিকে, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সরকার ও ধর্মীয় নেতারা বিষয়টিকে ''সাবোটাজ'' হিসেবে উল্লেখ করে তী'ব্র ক্ষো'ভ জানিয়েছেন৷ এরদোয়ানের দল একেপির মুখপাত্র ওমর চেলিক এক টুইট বার্তায় বলেছেন, ''নোং'রা কাজটি যেই করে থাকুক, তাকে অবশ্যই খুঁ'জে বের করা হবে৷''

একইসাথে, তুরস্কের সংবাদমাধ্যমগুলোও বিষয়টি ভালোভাবে নেয়নি। সরকারপন্থী দৈনিক সাবাহ মসজিদে ফ্যা'সিবা'দবিরো'ধী গান বাজানোর খবরটির শিরোনাম করেছে, ''কেলে'ঙ্কারি''৷ দেশটির আরেকটি দৈনিক ইয়েনি সাফাক বিষয়টিকে বর্ণনা করেছে মসজিদের ওপর ''জ'ঘন্য আ'ক্রমণ'' হিসেবে৷ সূত্র : 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে