সোমবার, ০১ জুন, ২০২০, ০১:৩৯:০১

হোয়াইট হাউসের সামনে র'ণক্ষে'ত্র, চার্চে আগু'ন

হোয়াইট হাউসের সামনে র'ণক্ষে'ত্র, চার্চে আগু'ন

আন্তর্জাতিক ডেস্ক : শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ যুবকের নির্ম'ম হ'ত্যার প্রতি'বাদে হোয়াইট হাউসের সামনে পুলিশ এবং বিক্ষো'ভকারীদের মধ্যে তু'মু'ল সংঘ'র্ষ হয়েছে। রবিবার রাতে বিক্ষো'ভের একপর্যায়ে হোয়াইট হাউসের কাছেই অবস্থিত ঐতিহাসিক সেন্ট জনস চার্চে আ'গুন ধ'রিয়ে দেন আ'ন্দো'লনকারীরা। খবর দ্য ওয়াশিংটন পোস্ট ও এএফপি।

রোববার ওয়াশিংটন ডিসিরলাফায়েট স্কয়ার থেকে এক হাজারের বেশি বিক্ষো'ভকারী মি'ছিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের সামনে জ'ড়ো হন।

সন্ধ্যা নামার পর তারা রাস্তায় আ'গুন জ্বা'লিয়ে বিক্ষো'ভ করেন। তারা আমেরিকান পতাকা ও বেশ কয়েকটি গাড়িতেও আ'গুন ধ'রিয়ে দেন। এসময় তাদের থা'মানোর চেষ্টা করে পুলিশ। সেই সময় বিক্ষো'ভকারীদের সঙ্গে পুলিশের তু'মুল সংঘ'র্ষ শুরু হয়।

প'রিস্থি'তি নিয়'ন্ত্রণে আনতে বিক্ষো'ভকারীদের ল'ক্ষ্য করে কাঁ'দানে গ্যাস নি'ক্ষে'প করে পুলিশ। এসময় বিক্ষো'ভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দ'ফা সংঘ'র্ষে র'ণক্ষে'ত্রে রূ'প নেয় হোয়াইট হাউস এলাকা। সংঘ'র্ষের একপর্যায়ে হোয়াইট হাউজের পাশেই ঐতিহাসিক সেন্ট জনস চার্চে কয়েক দ'ফা আ'গুন ধ'রিয়ে দেয়া হয়।

চার্চে আ'গুন ধ'রিয়ে দেয়ার পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘ'টনাস্থ'লে যাতে পৌঁ'ছাতে পারে সেজন্যে পুলিশ টিয়ারগ্যাস মেরে বি'ক্ষো'ভকারীদের হ'টিয়ে দেয়।

এরপর বি'ক্ষো'ভকারীরা আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের অফিসে হা'মলা করেন। অফিসের জানালা-দরজার কাচ ভে'ঙে ফে'লা হয় এবং ভেতরের লবিতে আগু'ন ধ'রিয়ে দেয়া হয়। এছাড়া ওয়াশিংটন মনুমেন্টের সামনে আ'গুন ধ'রিয়ে দেন বি'ক্ষো'ভকারীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে