বুধবার, ০৩ জুন, ২০২০, ১২:০৫:২৬

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হ’ত্যার ‘মূল হো'তা’ ড্রো'ন হা'মলায় নিহ’ত

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হ’ত্যার ‘মূল হো'তা’ ড্রো'ন হা'মলায় নিহ’ত

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নি'র্বি'চারে গু’লি করে হ’ত্যায় ‘মূল হো'তা’ বলে অভি'যুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই দেশটির বিমান বাহিনীর ড্রো'ন হা'মলা নিহ’ত হয়েছেন।মঙ্গলবার (২ জুন) রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ওই হা’মলায় তার মৃ’ত্যু হয়। লিবিয়ার সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়'ন্ত্রক বি'দ্রো'হী জেনারেল খলিফা হাফতারের অ'নুসা'রী। রাজধানী ত্রিপোলিসহ অনেক এলাকা জাতিসংঘ-স্বী'কৃ'ত জাতীয় ঐ'কমত্যের সরকারের (জিএনএ) নিয়'ন্ত্রণে থাকলেও বেনগাজীসহ অনেক তেলসমৃদ্ধ এলাকা খলিফা হাফতারের বাহি'নীর দ'খলে রয়েছে।

গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গু’লি করে হ’ত্যা করে এক মান'বপা'চারকারীর সহযো'গী ও স্বজনরা। এতে আহ’ত হন আরও ১১ জন বাংলাদেশি।

বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় মু'ক্তিপ'ণের জন্য জিম্মি রেখেছিল মানবপা'চারকারী চ'ক্র। এ নিয়ে এক পর্যায়ে ওই চ'ক্রের সঙ্গে মা’রামা’রি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মান'বপা'চারকারী নিহ’ত হয়। তারই প্র’তিশো'ধ হিসেবে সেই মান'বপাচা'রকারীর লোকজন এ হ’ত্যাকা’ণ্ড ঘ'টায়। এ ঘ'টনায় অ’স্ত্র সরবরাহ ও নেতৃত্বের জন্য খলিফা হাফতারের লোকজনকে অ'ভি'যুক্ত করে আসছে লিবিয়ার জিএনএ সরকার।

ঘ'টনাটির পরই লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ'তি দিয়ে জানায়, তারা এর তদ'ন্ত শুরু করেছে। পরে লিবিয়ার সরকারের পক্ষ থেকে আরেকটি বিবৃ'তিতে বলা হয়, হ’ত্যাকারীদের বিচারের আও'তায় আনতে প্রতি’জ্ঞাবদ্ধ লিবিয়া। এতে নিহ'তদের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি গভী'র সমবে'দনাও জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে