বুধবার, ০৩ জুন, ২০২০, ১১:০৪:২২

আমার পাড়া গরিব পাড়া, অনেকেরই করোনা হয়েছে : মমতা

আমার পাড়া গরিব পাড়া, অনেকেরই করোনা হয়েছে : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তাই বলে তিনি কোনও হাইক্লাস বা হাইপ্রোফাইল সোসাইটিতে থাকেন না। তিনি 'গরিব পাড়া'য় থাকেন। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে করোনার সংক্রমণ নিয়ে কথা প্রসঙ্গে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমার পাড়া গরিব পাড়া। আমার পাড়ায় সব ধরনের লোক থাকেন। গরিব, বড়লোক।"

কিন্তু হঠাৎ 'গরিব পাড়া', 'গরিব, বড়লোক' থাকা প্রসঙ্গ কেন? আসলে আনলক পর্ব শুরু হওয়ার তৃতীয় দিনে সাংবাদিক বৈঠকে এসে রাজ্যের করোনা সং'ক্রমণ নিয়ে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। অনেকেই দাবি করেছেন, আনলক শুরু হওয়ার সমস্যা আরও বাড়বে। প'রিস্থিতি আরও খারাপ হবে। কারণ মানুষ এখন আরও বেশি মাত্রায় রাস্তায় বেরবে।

এরই জবাব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, "আমার পাড়ায় তো অনেকের করোনা হয়েছে। তাই বলে যদি কেউ ভাবেন, আমি কেনও বেরোচ্ছি! তাহলে কি আমি কাজ না করে বাড়ি বসে থাকব? আমায় তো বেরোতেই হবে।" এরপরই তিনি বলেন, "আমার পাড়া গরিব পাড়া। আমার পাড়ায় সব ধরনের লোক থাকেন। গরিব, বড়লোক।"-জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে