বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০, ০৩:২১:৫৭

ইরানে লকডাউন তু'লে দে'য়ার ১৫ দিনের মাথায় করোনার সং'ক্রমণ দ্বিগুণ

ইরানে লকডাউন তু'লে দে'য়ার ১৫ দিনের মাথায় করোনার সং'ক্রমণ দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক:  করোনাভাইরাস সং'ক্রমণের দ্বিতীয় ধা'ক্কা লে'গেছে ইরানে। টা'না দুই দিন তিন হাজারের বেশি রোগী পাওয়া গেছে দেশটিতে। ইরানে রমজান মাসেই মসজিদ ও দোকানপাট খু'লে দে'য়া হয়। খবর বিবিসি ও ব্লুমবার্গের।

গত ৩০ মার্চ প্রথম দফায় আক্রা'ন্তের শীর্ষচূ'ড়া দেখেছে দেশটি। তারপর থেকেই কমে আসছিল সং'ক্রমণ। তবে তখন থেকে লকডাউন শি'থিল, মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায়ে কিছুটা অ'বহে'লার কারণেই নতুন সং'ক্রমণের ঢে'উ লে'গেছে। এ প'রিস্থি'তিতে লোকজনকে চলাচলে আরও সচে'তন হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

চীনের উহান থেকে করোনাভাইরাস ছ'ড়িয়ে পড়ার পর প্রথম দিকের সং'ক্রমিত দেশের অন্যতম ইরান। ওয়ার্ল্ডো'মিটারের পরিসংখ্যান মতে, এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬০ হাজার ৬৯৬ জন করোনায় আক্রা'ন্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ২০৬ জন। আর মা'রা গেছেন ৮ হাজার ১২ জন। এখনও করোনা রোগী রয়েছেন সাড়ে ২৭ হাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে