রবিবার, ২৮ জুন, ২০২০, ০২:২৬:১৩

করোনার ওষুধ নিয়ে জনগণকে বিভ্রা'ন্ত করার অভি'যোগে রামদেবের বিরু'দ্ধে মামলা

করোনার ওষুধ নিয়ে জনগণকে বিভ্রা'ন্ত করার অভি'যোগে রামদেবের বিরু'দ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের মহামা'রিতে বিপর্য'স্ত হয়ে পড়েছে বিশ্ববাসী। আর মধ্যে করোনার ওষুধ নিয়ে জনগণকে বিভ্রা'ন্ত করার অভি'যোগে ভারতের যোগগুরু ও পাতাঞ্জলি আয়ুর্বেদের প্রধান বাবা রামদেবসহ ৫ জনের বি'রুদ্ধে মা'মলা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) এই মামলাটি করা হয়েছে। সেই সঙ্গে তাদের কোম্পানির উদ্ভাবিত করোনার ওষুধ ‘করোনিল’র সকল প্রচারণা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও নিউজ এইটিনের। গত মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিক সম্মেলন ডেকে ধুমধাম করেই করোনা বধের ওষুধ বাজারে আনার কথা ঘোষণা করেছিলেন যোগগুরু রামদেব।

পাতাঞ্জলির পক্ষ থেকে জানানো হয়, ‘করোনিল ও শ্বাসরি’ নামের দুটি ওষুধ কোভিড-১৯ রোগীদের উপর পরীক্ষা করেও দেখা হয়েছে। এই ওষুধ প্রয়োগে সুস্থতার হার ১০০ শতাংশ বলে জানায় কোম্পানি। এমনকি রামদেব দাবি করেন, এই ওষুধটি ব্যবহার করলে তিন থেকে সাতদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন করোনা আক্রা'ন্ত রোগীরা।

এদিকে এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই ভারতের কেন্দ্র সরকারের নজরে পড়ে পাতাঞ্জলি। গতকাল শুক্রবার (২৬ জুন) জয়পুরের জ্যোতিনগর পুলিশ স্টেশনে রামদেবসহ পাতাঞ্জলির এমডি আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্শনে, এনআইএমএস চেয়ারম্যান বলবীর সিং তোমার এবং ডিরেক্টর অনুরাগ তোমারের বিরুদ্ধে ভুল প্রচার চালানোর অভি'যোগে এফআইআর দায়ের করা হয়।

এ বিষয়ে জ্যোতিনগর পুলিশ স্টেশনের অফিসার সুধীর কুমার উপাধ্যায় জানিয়েছেন, বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্শনে, বলবীর সিং তোমার, অনুরাগ তোমার-এর বিরু'দ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে