রবিবার, ২৮ জুন, ২০২০, ০৫:২২:২৭

ফের রাখাইন ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

ফের রাখাইন ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ''শুদ্ধি অভি'যানের'' ভ'য়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের হাজার হাজার গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। বিদ্রো'হীদের বি'রু'দ্ধে ''শু'দ্ধি অভি'যান'' চালানো হবে স্থানীয় প্রশা'সন কয়েক ডজন গ্রাম প্রধানকে এমন স'ত'র্ক বার্তা দেয়ার পর ঘর ছাড়ছেন তারা।

রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় স্থানীয় প্রশা'সনের মাধ্যমে এই আদেশ জারির বিষয়টি স্বী'কার করেছে। তবে তাদের দাবি, এর প্রভা'ব অল্প কয়েকটি গ্রামে পড়েছে। একজন আইনজীবী এবং মানবাধিকার গ্রুপের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রো'হীদের বি'রু'দ্ধে এই অভি'যান চালানোর পরিক'ল্পনা করেছিল দেশটির সেনাবাহিনী।

তবে তারা এখন সিদ্ধান্ত প্রত্যা'হারের দাবি করছেন। বুধবার লেখা একটি চিঠিতে গ্রাম প্রধানদের ওই স'ত'র্ক বার্তা দেয়া হয়েছিল, যা রয়টার্স দেখেছে এবং রাখাইন রাজ্য সরকারের নিরা'পত্তা ও সীমান্ত বিষয়ক মন্ত্রী কর্নেল মিন থানের মাধ্যমে তা যাচাই করেছে।

চিঠিতে বলা হয়েছে, কয়েকটি গ্রামে বিদ্রো'হীদের আশ্রয় দেয়া হয়েছে বলে প্রশাসনের কাছে খবর আছে। তাদের কাছে ছাড়পত্র আছে কি না, সেটি খতিয়ে দেখবে প্রশা'সন। রয়টার্সকে মিন থান বলেন, ছাড়পত্রের অভি'যান বলতে চিঠিতে ''সন্ত্রা'সীদের'' বি'রু'দ্ধে অভি'যানকে বোঝানো হয়েছে।

শনিবার মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতাই ফেইসবুকে দেয়া এক বিবৃতিতে বলেন, সরকার সামরিক বাহিনীকে ''শু'দ্ধি অভি'যান'' পরিভাষাটি ব্যবহার না করার নির্দে'শ দিয়েছিল। লোকজনকে পালিয়ে যাওয়ার নির্দে'শ দেয়া চিঠিটি প্রত্যা'হার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে আরও মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি রয়টার্সের ফোন কলের জ'বাব দেননি। রয়টার্স চিঠি প্রত্যা'হারের নির্দে'শও দেখেনি বলে জানিয়েছে।

রাখাইনের মুসলিম সংখ্যাল'ঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বি'রু'দ্ধে ২০১৭ সালে পরিচালিত অভিযানকে বর্ণনা করতেও ''শু'দ্ধি অভি'যান'' পরিভাষা ব্যবহার করেছিল মিয়ানমারের কর্তৃপক্ষ। ওই অভি'যান চলাকালে হাজার হাজার রোহিঙ্গা গ্রামবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। অভি'যান চলাকালে সেনাবাহিনী নি'র্বি'চার হ'ত্যা ও অ'গ্নিসংযো'গ করেছে। সূত্র : রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে