রবিবার, ২৮ জুন, ২০২০, ০৭:০৬:০৬

নেপালের সরকার ফেলতে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে : কেপি শর্মা

নেপালের সরকার ফেলতে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে : কেপি শর্মা

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের সরকারকে ফেলে দিতে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে বলে দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার দাবি, নেপালের নতুন মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে যে বিরো'ধিতা তৈরি হয়েছে, তার জে'রেই তাকে পদ থেকে সরিয়ে ফেলার ষ'ড়য'ন্ত্র চলছে দিল্লিতে।

রবিবার প্রয়াত কমিউনিস্টম লিডার মদন ভান্ডারীর স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়েই এমনটা দাবি করেন তিনি। তবে তার দাবি, সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ক্ষমতাব থাকবেন তিনিই। কেপি শর্মা বলেন, 'দিল্লি থেকে এরকম খবর আসছে। নেপালের নতুন মানচিত্র প্রকাশের জে'রেই ভারতে একের পর এক বৈঠক চলছে নেপালের বি'রু'দ্ধে। গত ১৩ জুন নেপালের পার্লামেন্টের লোয়ার হাউসে পাশ হয়ে যায় নতুন মানচিত্র সং'ক্রা'ন্ত বিল। যেই মানচিত্রে বিতর্কিত লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের অন্তর্ভূক্ত করা হয়েছে।

গত ১৮ জুন সেই বিলে সম্মতি দিয়ে সই করেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। নেপালের প্রধানমন্ত্রী আরো বলেন, নেপালের জাতীয়বা'দ এতটা দু''র্বল নয়। ভারতকে কটা'ক্ষ করে তিনি বলেন, নেপালের এই মানচিত্র ব'দলকে কেউ কেউ অ'পরা'ধের চোখে দেখছে। তার মতে, আজ যদি তার সরকার পড়ে যায়, তাহলে নেপালের হয়ে কেউ কথা বলবে না। তবে তার দল এই ধ'রনের ফাঁ'দে পা দেবে না বলেই জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের কালাপানিকে নিজেদের দেশের অংশ দাবি করে নেপালের মানচিত্র ব'দলে ফেলে ওলি সরকার। তারপর থেকেই চা'প বাড়তে শুরু করেছে ওলির ওপর। তবে ভারতের প্র'ব'ল আ'পত্তি অগ্রা'হ্য করে নিজেদের সিদ্ধান্তে অ'টল রয়েছে হিমালয়ের কোল ঘে'ষে দাঁড়িয়ে থাকা নেপাল। অপে'ক্ষাকৃত ছোট্ট এ দেশটি নয়াদিল্লিকে সাফ জানিয়ে দিয়েছে, ভারতের চা'পের মুখে তারা কিছুতেই মানচিত্র বদ'লাবে না। সূত্র: দ্য হিন্দু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে