রবিবার, ২৮ জুন, ২০২০, ১০:৪৯:৪৫

একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান: খালি হচ্ছে কাশ্মিরের স্কুল, তবে কি শেষমেশ যু'দ্ধই?

একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান: খালি হচ্ছে কাশ্মিরের স্কুল, তবে কি শেষমেশ যু'দ্ধই?

আন্তর্জাতিক ডেস্ক : তবে কি শেষমেশ যু'দ্ধ হতে চলেছে কাশ্মীরকে কেন্দ্র করে? একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান- কার সঙ্গে আগে যু'দ্ধে জড়াবে ভারত? বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে, কাশ্মীরে যেন ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে যু'দ্ধ-প্রস্তুতি। 

সূত্রের খবর, জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে রাজ্যের এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটারদের নি'র্দে'শ দেওয়া হয়েছে, আগামী দু'মাসের জন্যে রান্নার গ্যাসের সিলি'ন্ডার মজুত রাখতে। যদিও প্রশা'সনের তরফে জানানো হয়েছে, ভূমি'ধ্বসের কারণে জাতীয় সড়কে পণ্য পরিবহণ ব্যাহ'ত হতে পারে। সেই কারণেই কাশ্মীরে আগামী দুমাসের জন্য এলপিজি গ্যাস পর্যাপ্ত মজুত রাখতে।

শুধু তাই নয়, গান্ডারওয়াল এলাকার পুলিশ সুপারের দফতর থেকেও জারি হয়েছে একটি নির্দে'শিকা। সেখানে বলা হয়েছে এলাকার ১৬টি স্কুল নিরা'পত্তা কর্মীদের জন্যে ব্যবহার করা হবে। তাই যেন খালি করে দেওয়া হয় স্কুলগুলি। উল্লেখ্য, গান্ডারওয়াল হল কাশ্মীরের কার্গিল সংলগ্ন এলাকা।

স্থানীয় মানুষজনের মতে, সরকারের তরফে যে কারণই দেখানো হোক না কেন, আগের অভি'জ্ঞতা তাদের রয়েছে। তাই বেশ বড় ধ'রনের কিছুই যে ঘ'টতে চলেছে, তা নিয়ে নি'শ্চিত তারা। উল্লেখ্য, লকডাউন হোক বা ৩৭০ ধা'রা র'দের পর থেকে কেন্দ্র যতই শান্তি-শৃঙ্খলা বজায় থাকার কথা বলুক, কাশ্মীরে সন্ত্রা'সবাদী কার্যকলাপে রা'শ টানা যায়নি। 

গত ৪ মাসে ৪ জ'ঙ্গি সংগঠনের শীর্ষ নেতাকে খ'তম করা হলেও কাশ্মীরে জ'ঙ্গি হা'মলা অব্যাহ'তই থেকে গিয়েছে। সম্প্রতি গোয়ে'ন্দারা জানতে পেরেছেন, পাকিস্তানের ভিসা থাকা ২৫০ কাশ্মীরি যুবক হঠাতই উ'ধাও হয়ে গিয়েছে। এমনকী পাক অ'ধিকৃ'ত কাশ্মীর থেকে এ দেশে অনুপ্রবেশের জন্যে সীমান্তে অপেক্ষায় রয়েছে প্রায় ৪০০ জ'ঙ্গি। এই পরি'স্থিতিতে কাশ্মীরের হাওয়া ভালো নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

একদিকে যখন এমন আশ'ঙ্কার চিত্র, তেমনি সরকার মুখে কুলুপ আঁ'টলেও উপগ্রহ চিত্র ও সেনাসূত্র বলছে, গলওয়ান উপত্যকা ছাড়িয়ে চীনা স'ক্রিয়তা লাদাখের অন্যত্র অনেকটাই ছড়িয়েছে। লাল ফৌজের জমায়েতের খবর আসতে শুরু করেছে গোগরার হট স্প্রিং, প্যাংগং লেক এবং দেপসাং উপত্যকা থেকেও। গলওয়ান উপত্যকায় চীনের নতুন পোস্ট ও নির্মাণও ধ'রা পড়েছে উপগ্রহ চিত্রে। এদিকে ভারতও সীমান্তে সেনা ও অ'স্ত্রস'স্ত্র বাড়াচ্ছে। ফলে যু'দ্ধ কি তবে আসন্ন? উত্তরের অপেক্ষায় কাঁ'পছে ভূস্বর্গ। সূত্র : ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে