সোমবার, ২৯ জুন, ২০২০, ০৫:৪৭:২৯

করোনা মধ্যে সৌদি প্রিন্সের মৃত্যু

করোনা মধ্যে সৌদি প্রিন্সের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামা'রীর মধ্যে সৌদি আরবের প্রিন্স বন্দর বিন সাদ বিন মোহাম্মদ বিন আবদুল আজিজ মা'রা গেছেন। তবে কিভাবে বা কি কারণে তিনি মা'রা গেছেন সে বিষয়ে কোনও ত'থ্যই পাওয়া যায়নি। সৌদি আরিবের রয়েল কো'র্ট ঘো'ষণা করেছে দেশটির রাজধানী রিয়াদে আজ সোমবার তার জা'না'জা অনু'ষ্ঠিত হবে। 

প্রিন্স বন্দর ছিলেন ক্ষ'মতাসীন সৌদি রাজপরিবারের প্রথম প্রজ'ন্মের সদস্য। মরহু'ম প্রিন্স ছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন ফয়সাল আল সৌদের ভাই প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন ফয়সাল আল সৌদের ছেলে। 

তবে তিনি বাদশাহ সালমানের কাজিন প্রিন্সেস আল-বান্দারিকে বিয়ে করেছিলেন। এই প্রিন্সেস ২০০৮ সালে ইন্তে'কাল করেন। তিনি ছিলেন প্রিন্স সৌদ, প্রিন্স ফাহদ, প্রিন্স মোহাম্মদ, প্রিন্স তিবে, প্রিন্স তুর্কি, প্রিন্স জহির, প্রিন্সেস প্রথম মাউদি, প্রিন্সেস মাউদি আল সানি, প্রিন্সেস ফাহদা, প্রিন্সেস নূরা ও প্রিন্সেস মাইয়ের মা।

প্রিন্স বন্দরের ৫ ভাই আছেন। তারা হলেন প্রিন্স খালিদ (তিনি প্রিন্স মোহাম্মদের বড় ছেলে, তিনি সৌদি আরবকে ঐ'ক্যব'দ্ধ করতে তার বাবা ও চাচা আবদুল আজিজের সাথে ল'ড়া'ই করেছিলেন), প্রিন্স ফাহদ (কাসিম অঞ্চলের সাবেক গভর্নর), প্রিন্স আবদুল্লাহ, প্রিন্স সাদ ও প্রিন্স বদর। সূত্র: সৌদি নিউজ ও আরব নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে