সোমবার, ২৯ জুন, ২০২০, ০৬:১১:৩২

ভারতের কোয়াডকপ্টার ভূপাতিত করল পাকিস্তানি সেনাবাহিনী

ভারতের কোয়াডকপ্টার ভূপাতিত করল পাকিস্তানি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আরেকটি গোয়েন্দা কোয়াডকপ্টার (ড্রো'ন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। বিরোধীয় কাশ্মীর অঞ্চলে এ ড্রোনটি গু'লি করে ধ্বং'স করা হয়েছে। হিমালয় বেষ্টিত ওই অঞ্চলটিতে প্রায়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে গু'লি বিনিময়ের ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

রোববার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে ভারতীয় ড্রোনটি ভূপা'তিত করার কথা জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী হট স্প্রিং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রো'ন গু'লি করে ভূপা'তিত করেছে। এতে বলা হয়, কোয়াডকপ্টারটি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার ৮৫০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এ বছরে এটি নিয়ে ভারতীয় নবম কোয়াডকপ্টার ভূপাতিত করা হল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে