সোমবার, ২৯ জুন, ২০২০, ০৮:৪০:১৬

ভারত-চীন সীমা'ন্তে এবার সা'র্জিক্যা'ল স্ট্রা'ইক করা ঘা'ত'ক কমা'ন্ডো'রা!

ভারত-চীন সীমা'ন্তে এবার সা'র্জিক্যা'ল স্ট্রা'ইক করা ঘা'ত'ক কমা'ন্ডো'রা!

আন্তর্জাতিক ডেস্ক : ১৫ জুন রাতে চীনা সে'নাদের সঙ্গে সং'ঘা'তে ২০ ভারতীয় সে'না নিহ'তের পর পূর্ব লাদাখের গালওয়ানে ন'জ'রদা'রি বা'ড়িয়েছে ভারত। চ'লছে ব্যা'পক যু'দ্ধ প্র'স্তুতি। উঁচু পাহাড়ে ঘে'রা দু'র্গ'ম সং'ঘা'তের ক্ষে'ত্রগুলোতে দ্রু'ত পৌঁছ'নোর জন্য মো'তায়ে'ন করা হয়েছে প্রশি'ক্ষণপ্রা'ন্ত সেনা ও ক'মা'ন্ডো বাহি'নীকে। কাশ্মীর থেকে লাদাখে পা'ঠানো হয়েছে দুটি প্যা'রা ক'মা'ন্ডো ইউ'নিটকে। এরমধ্যে একটি রাষ্ট্রীয় রা'ইফে'লস এবং দ্বিতীয়টি ই'নফ্র্যা'ন্টি ব্রিগে'ডের সঙ্গে ছিল। পাঠানো হয়েছে অতিরিক্ত সাত ব্যা'টালি'য়ন সে'নাও। এবার পাঠানো হচ্ছে ভারতীয় সে'নার ঘা'তক বাহি'নী বলে পরিচিত স্পে'শাল ক'মা'ন্ডো'দের।

কারা এই ঘা'ত'ক বাহি'নী: সময়টা ২০১৫ সাল। মাত্র ৪০ মিনিটে মিয়ানমারে ঢু'কে গো'টা একটা জ'ঙ্গি দ'লকে শেষ করে দিয়ে ফি'রে এসেছিল এই ঘা'ত'ক বাহিনী। যেমন তাদের দ'ক্ষ'তা, তেমনই ক্ষি'প্র'তা। ইজরায়েলের বিশেষ ক'মা'ন্ডোদের আ'দলে প্রশি'ক্ষণ দেওয়া হয়েছে এই ঘা'ত'ক বাহি'নী। কোনো আ'গ্নেয়া'স্ত্র ছাড়াই খালি হাতে শ'ত্রু নি'ধ'নের ক্ষ'মতা রাখেন এই বাহি'নীর কম্যা'ন্ডো'রা। ক্ষি'প্র, ক্ষু'রধা'র এই বাহি'নীর ক'ম্যা'ন্ডোদের বিশে'ষভাবে প্রশি'ক্ষণ দেওয়া হয়েছে এই ধ'রনের স্ট্রা'ইকের জন্য। যে কাজ কেউ পারে না , তাও চোখের নি'মে'ষে করে ফে'লতে পারে এই ঘা'ত'ক বাহি'নী৷

প্রথমে বিমান বাহি'নীর হেলিকপ্টারে করে প্যা'রাট্রু'প করে না'মিয়ে দেওয়া হয় নিয়'ন্ত্রণরে'খার ওপারে। সেখান থেকে জ'ঙ্গলের পথে পায়ে হেঁটে তারপর পৌঁছে যাওয়া জ'ঙ্গি ঘাঁ'টি'তে। রাতের অন্ধ'কারে জ'ঙ্গি'দের উ'পর ঝাঁ'পি'য়ে পড়েন ভারতীয় সেনা বাহিনীর ঘা'তক ক'মা'ন্ডো'রা। উরিতে জ'ঙ্গি হা'ম'লার প্র'তিশো'ধ নিয়ে ইতিহাস রচনা করে সা'র্জি'ক্যা'ল স্ট্রা'ইক করেছিল এই ঘা'ত'ক বাহি'নী। টে'ক অফ-প্যা'রা ট্রু'পিং -স্ক্রো'লিং -হাই'ডিং -অ্যা'টা'ক এবং সবশেষে প্রত্যা'বর্ত'ন৷ নি'খুঁ'ত ভাবে পাকিস্তান অ'ধিকৃ'ত কাশ্মীরে ঢু'কে জ'ঙ্গিদের ল'ঞ্চপ্যা'ডগুলোকে ধ্বং'স করেছিল এই ঘা'ত'ক বাহি'নীই।

বিভি'ন্ন রি'পো'র্টে জানা গেছে, কর্নাটকের বেলগামে ৪০ দিনের বেশি সময় ধ'রে ট্রে'নিং দেওয়া হয় ঘা'ত'ক বাহি'নীর ক'মা'ন্ডো'দের। দু'র্গ'ম এলাকায় অভি'যানের জন্য শারীরিক ক্ষ'মতা ও ক্ষি'প্র'তা বা'ড়াতে ক'ড়া প্রশি'ক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। প্রশি'ক্ষ'ণের সময় ৩৫ কেজি ওজন কাঁ'ধে নিয়ে ৪০ কিলোমিটার দৌ'ড়তে হয় এই ক'মা'ন্ডো'দের। বিশেষ হ্যা'ন্ড টু হ্যা'ন্ড ক'মব্যা'টের জন্য প্রশি'ক্ষণ দেওয়া হয়। এই ক'মা'ন্ডোদের প্রত্যেকেই মা'র্শা'ল আ'র্টে দ'ক্ষ। ঘা'ত'ক ক'মা'ন্ডো ইউনিটের প্রতিটিতে অতি'রি'ক্ত রি'জা'র্ভ দলও প্র'স্তু'ত রাখা হয়।

গত ১৫ জুন গলওয়ানের পে'ট্রো'লিং পয়ে'ন্ট ১৪-তে কাঁ'টাতা'র ও পে'রেক ব'সা'নো লা'ঠি নিয়ে ভারতীয় সেনাদের আ'ক্র'মণ করেছিল চীনা লাল ফৌ'জ। হা'ম'লায় ২০ জন ভারতীয় সেনার মৃ'ত্যু হয়। ভারতীয় সেনার পা'ল্টা হা'ম'লায় চীনা ফৌ'জের ক'মা'ন্ডিং অফিসার-সহ কয়েকজনের মৃ'ত্যুর খবর মে'নে নেয় বেইজিং। ভারতীয় সংবাদমাধ্যমের রি'পো'র্ট অ'নুযা'য়ী সংখ্যাটা ৪৩-এর কাছাকাছি। সাম্প্রতিক কালে প্র'কৃ'ত নিয়'ন্ত্র'ণ রেখায় (এলএসি) পাথ'র, র'ড, লা'ঠি নিয়ে মু'খো'মু'খি সং'ঘ'র্ষে জ'ড়ি'য়েছে দু'দেশের সেনারা। 

গালওয়ান কা'ণ্ড থেকে শি'ক্ষা নিয়ে এবার প্র'কৃ'ত নিয়'ন্ত্রণরে'খা ভারতীয় সেনার মু'খো'মু'খি মোতায়েনের জন্য দ'ক্ষ পর্ব'তারো'হী এবং মা'র্শা'ল আ'র্টে দ'ক্ষ এমন সেনাদের স'ন্ধা'ন শুরু করেছে চীনের পিপলস লি'বারে'শন আ'র্মি। চীনের সরকারি গণমাধ্যমে জানানো হয়েছে, তিব্বতের রাজধানী লাসায় পৌঁছেছে কুং'ফু ও তাইকোয়ান্দ প্রশি'ক্ষণ দল। লাদাখের প্র'কৃ'ত নিয়'ন্ত্র'ণ রেখায় ট'হ'লদা'রির দায়ি'ত্বপ্রা'প্ত চীনা সে'নাদের প্রশি'ক্ষণ দেবে তারা। সূত্র: এই সময়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে