সোমবার, ২৯ জুন, ২০২০, ১০:১০:৪৩

টিকটকসহ মোট ৫৯ চীনা অ্যাপ নি'ষি'দ্ধ করলো ভারত

টিকটকসহ মোট ৫৯ চীনা অ্যাপ নি'ষি'দ্ধ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : অনেক দিন ধরেই বিদেশি সামগ্রী বিশেষ করে চিনা পণ্য বয়'কটের ডাক উঠেছে ভারতে। সেই ডাক দিয়েছে দেশটির ক্ষ'মতাসীন দল বিজেপিও। নানা মহল থেকে ভারতে চিনা অ্যাপের ব্যবহার বন্ধ করার জন্যও চাপ তৈরি হচ্ছিল। এবার সিদ্ধান্ত জানিয়ে দিল ভারত সরকার। 

নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্ত অনুসারে টিকটক, ইউসি ব্রাউজারসহ মোট ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হল। পূর্ব লাদাখের গালোয়ানে এক কর্নেল সহ ২০ ভারতীয় সেনার মৃ'ত্যুর পরে দেশজুড়ে যে প্র'তিবা'দ তাতে সাড়া দিয়েই সরকারের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে দেশের সুর'ক্ষার কথা মাথায় রেখে এই সব অ্যাপ ব্ল'ক করা হল দেশে।

ভারতে প্রথম চিনা অ্যাপ ব্যবহারের উপরে নিষে'ধা'জ্ঞার দাবি তোলেন সোনাম ওয়াংচুক। লাদাখ সীমান্তে যখন উত্তে'জনার শুরু তখন থেকেই সরব সোনাম। গত মে মাসেই তিনি বলেন, ''যু'দ্ধে ল'ড়তে হবে না, ভাতে মা'রুন চিনকে।'' 'থ্রি ইডিয়েটস'-ছবির বিখ্যাত চরিত্র ফুংসুক ওয়াংড়ু যার উপর তৈরি হয়েছিল, সেই সোনাম দী'র্ঘদি'ন ধ'রে লাদাখে কাজ করছেন। স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি থেকে শুরু করে অনেক কাজ করেছেন এই বিজ্ঞানী। তিনিই চিনকে চাপে ফেলার ওষুধ হিসেবে বয়'কট করতে বলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে