বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ০৬:১৮:২৬

মসজিদে হা'মলা প্রতিহ'তকারী ৫ জনকে পুরস্কৃত করলেন জাস্টিন ট্রুডো

মসজিদে হা'মলা প্রতিহ'তকারী ৫ জনকে পুরস্কৃত করলেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার জাতীয় দিবসে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজেদিন সুফিয়ানকে ম'রনোত্তর পদকে ভূষিত করেছেন। ওই হা'মলায় আজেদিন সুফিয়ানের সঙ্গে স'ন্ত্রাসী'কে প্রতিহ'ত করতে যাওয়া অন্য ৪ মুসল্লিকেও এ পুরস্কারে ভূষিত করা হয়।

২০১৭ সালে কানাডার কুইবেকে একটি মসজিদে ক'ট্টর ডানপ'ন্থী এক স'ন্ত্রা'সী ব'ন্দু'ক নিয়ে নামাজরত মুসল্লিদের ওপর নি'র্বিচা'রে গু'লিব'র্ষণের সময় নিজের বুক পেতে অন্যদের র'ক্ষা করেন আজেদিন সুফিয়ান।প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এই বীরত্বের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করেন।

২০১৭ সালের ২৯ জানুয়ারি কুইবেক সিটি মসজিদে নামাজ পড়ার সময় অ'তর্কি'তে ক'ট্টর ডানপ'ন্থী এক স'ন্ত্রা'সীর এ'লোপা'তা'ড়ি গু'লিতে ঘ'টনাস্থ'লেই ছয়জন নিহ'ত হন। এ ঘ'টনায় আহ'ত হন বেশ কয়েকজন। এ সময় নিজের বুক পেতে স'ন্ত্রা'সীকে প্রতিহ'ত করেন আজেদিন সুফিয়ান। তার সঙ্গে এ'গিয়ে আসেন আরও চার মুসল্লি। তারাও গু'রুতর আহ'ত হন। এদের মধ্যে একজন প'ঙ্গু হয়ে গেছেন। বাকিরাও বেঁ'চে আছেন ভ'য়াব'হ হা'মলার ক্ষ'তচি'হ্ন নিয়ে।

এ সময় ওই স'ন্ত্রা'সীকে জা'পটে না ধ'রলে হ'তাহ'তের সংখ্যা আরও অনেক বে'ড়ে যেত। তাদের ওই সা'হসিক'তার জন্য সরকার এ বছর জাতীয় দিবসে তাদের পুরস্কৃত করল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে