বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ০৬:৪৯:৫৩

আমার গলায় ছু'রি ধ'রেছিলেন ইউনিস খান : সাবেক পাক ব্যাটিং কোচ ফ্লাওয়ার

আমার গলায় ছু'রি ধ'রেছিলেন ইউনিস খান : সাবেক পাক ব্যাটিং কোচ ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলকে সামলানো এত সহজ কাজ নয়। বেশিরভাগ কোচকেই তাই চাকরি ছাড়ার পর মুখ খুলতে দেখা যায়। এবার মুখ খুললেন দলটির সাবেক ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। জিম্বাবুইয়ান এই কোচের দাবি, পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান একবার তার গলায় ছু'রি ধ'রে বসেছিলেন। সেটাও আবার অন্য কোনো বিষয় নিয়ে নয়, কোচের পরামর্শ মানবেন না বলে!

২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। বর্তমানে তিনি একই পদে আছেন শ্রীলঙ্কা শিবিরে। ৪৯ বছর বয়সী এই কোচ তার ভাই এন্ডি ফ্লাওয়ার আর উপস্থাপক নেইল ম্যানথর্পের সঙ্গে এক ক্রিকেট পডকাস্টে কথা বলছিলেন। সেখানেই এক পর্যায়ে আসে পাকিস্তানে কোচিং করানোর প্রসঙ্গ। কত রকম পরি'স্থিতিতে পড়তে হয়, জানাতে গিয়ে গ্র্যান্ট ফ্লাওয়ার বলেন, ''ইউনিস খানকে শেখানো বেশ কঠিন কাজ ছিল।''

গ্র্যান্ট ফ্লাওয়ার যোগ করেন, ''ব্রিসবেনে একটি টেস্টের কথা আমার মনে আছে। সেই ম্যাচ চলার সময় সকালের নাস্তায় তাকে কিছু ব্যাটিং পরামর্শ দেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি আমার সেই পরামর্শ ভালোভাবে নেননি। এক পর্যায়ে আমার গলায় ছু'রি ধ'রে বসেন, মিকি আর্থার আমার পাশেই ছিলেন। শেষ পর্যন্ত তাকে এই ঘ'টনায় মধ্যস্থতা করতে হয়েছে।''

ঘ'টনাটি ছিল ২০১৬ সালে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে। ওই টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন ইউনিস। পরের ইনিংসেই অবশ্য ঘুরে দাঁড়ান, করেন ৬৫ রান। ওই সফরেই সিডনিতে তৃতীয় টেস্টে ১৭৫ রানের হা'র না মানা ইনিংস খেলেছিলেন পাকিস্তানের বর্তমান ব্যাটিং কোচ। যদিও সেই সিরিজটি ৩-০ ব্যবধানে হে'রেছিল সফরকারিরা।

গ্র্যান্ট ফ্লাওয়ার জানালেন, পাকিস্তান দলে কাজ করতে গিয়ে আরেকটি অদ্ভুত চরিত্র সামলাতে হয়েছে তাকে। তিনি ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ফ্লাওয়ার বলেন, ''সে খুবই সামর্থ্যবান ব্যাটসম্যান, কিন্তু কিছুটা অবা'ধ্য। প্রতি দলেই অবশ্য এমন অবা'ধ্য খেলোয়াড় থাকে। মাঝেমধ্যে এটা তাদের ভালো খেলোয়াড় বানায়, মাঝেমধ্যে হয়ে উঠে না।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে