রবিবার, ০৫ জুলাই, ২০২০, ০৯:১৫:১১

'ধর্ষ'ক'কে বাঁ'চাতে ৩৩ লক্ষ ঘু'ষ, গ্রেফ'তারির মু'খে খোদ মহিলা পুলিশ অফিসার

'ধর্ষ'ক'কে বাঁ'চাতে ৩৩ লক্ষ ঘু'ষ, গ্রেফ'তারির মু'খে খোদ মহিলা পুলিশ অফিসার

আন্তর্জাতিক ডেস্ক :  অভিযু'ক্তের থেকে মোটা অংকের ঘু'ষ নিয়ে জো'ড়া ধ'র্ষ'ণ মাম'লা ধা'মাচা'পা দেওয়ার গু'রুতর অ'ভি'যোগ উ'ঠল অহমদাবাদের মহিলা থানার ইনচার্জের বিরু'দ্ধে। এই ঘ'টনায় অভি'যুক্ত ওই মহিলা পুলিশ অফিসারের বিরু'দ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে কোনও সময় তাঁকে গ্রে'ফতার করা হতে পারে।

খবরে প্রকাশ, GAP কর্প সায়েন্স নামে একটি বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কেনাল শাহের বি'রুদ্ধে সম্প্রতি মহিলা থানায় ধ'র্ষ'ণের অভি'যোগ করেন ওই সং'স্থারই দুই মহিলা কর্মী। গত মাসে এই ঘ'টনার অন্যতম প্রত্য'ক্ষদ'র্শী ত'থা ওই সংস্থার সিকি'উরিটি অফিসার কেনাল শাহের বি'রুদ্ধে স্যাটে'লাইট থানায় হু'ম'কি দেওয়ার পৃথক একটি অভি'যোগ দায়ের করেন। এই দু'টি ধ'র্ষ'ণের অভি'যোগের মধ্যে একটির তদ'ন্তের ভা'র পরে সাব-ইনপ্সেক্টর ত'থা বর্তমানে মহিলা থানার ইনচার্জ শ্বেতা জাদেজার উপরে। অভি'যোগ, GAP কর্প সায়েন্সের এমডি ধ'র্ষ'ণ ও হুম'কির দায়ে অভি'যুক্ত কেনাল শাহকে গ্রে'ফতার না করার বিনিময়ে ৩৫ লক্ষ টাকা ঘু'ষ চান তদ'ন্তকারী ওই মহিলা পুলিশ অফিসার। শুধু তাই নয়, দা'বি মতো টাকা না দিলে দুই মহিলা সহকর্মীকে ধ'র্ষ'ণ এবং নিরাপ'ত্তা অফিসারকে হু'ম'কি দেওয়ার অভি'যোগে PASA-র আও'তায় মা'মলা করার হু'মকি দেন তিনি। ওই মহিলা পুলিশ অফিসারের বি'রু'দ্ধে দা'খিল করা ক্রা'ইম ব্রা'ঞ্চের এফআইআরে এমনই অভি'যোগ আ'না হয়েছে।

জানা গিয়েছে, মাত্র ৪ বছর আগে পুলিশে যোগ দেন শ্বেতা জাদেজা। জানা গিয়েছে, অভি'যুক্ত কেনাল শাহের দাদা ভবেশ শাহ মহিলা থানায় ডে'কে পাঠিয়েছিলেন শ্বেতা জাদেজা। অভি'যুক্তের দাদাকে তিনি বলেন, ২৫ লক্ষ টাকা না দিলে কেনালকে PASA-তে গ্রে'ফ'তার করা হবে। শেষ পর্যন্ত ২০ লক্ষ টাকায় র'ফা চূ'ড়ান্ত হয়। এক পরিচিত ব্যক্তির কাছে ঘু'ষের টাকা পৌঁছে দিতে হবে বলে অভি'যুক্তের ভাইকে জানান ওই মহিলা পুলিশ অফিসার। কথা মতো কেনাল শাহর দাদা ওই টাকা শ্বেতার বলে দেওয়া ব্য়'ক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেন।

কয়েক দিন পরে কেনাল শাহর দাদাকে ফে'র থানায় ডে'কে পাঠান পুলিশের সাব-ইন্সপেক্টর শ্বেতা। এবার স্যাটেলাইট থানায় কেনাল শাহর বি'রু'দ্ধে দায়ের অপর একটি হু'ম'কির মাম'লায় গ্রেফ'তারি এ'ড়া'তে ২০ লক্ষ টাকা দাবি করেন। এবার সাড়ে ১১ লক্ষ টাকায় র'ফা হয়। আগের মতোই ওই একইভাবে স্বেতার বলে দেওয়া অ্য়াকাউন্টে টাকা পৌঁছে যায়।

এর মধ্যেই, গত মাসে ওই মহিলা পুলিশ অফিসারের বিরু'দ্ধে উচ্চতর কর্তৃপক্ষের কাছে লিখিত অভি'যোগ দা'য়ের করেন কেনাল শাহের দাদা ভবেশ শাহ। তাঁর দা'য়ের অভি'যোগের পরি'প্রে'ক্ষি'তে আরএস সুরেভা নামে এক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক তদ'ন্ত শুরু করেন এবং সমস্ত প্রমাণ সংগ্রহ করেন। এর পরে শ্বেতা জাদেজার বিরু'দ্ধে এফআইআর দায়ের করেছে ক্রা'ইম ব্রা'ঞ্চ। ঘু'ষ নেওয়ার দায়ে অভি'যুক্ত ওই মহিলা পুলিশ অফিসারকে গ্রে'ফ'তার করার প্রস্তু'তি চ'লছে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে