মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১২:৪২:৩১

মসজিদে নামাজ পড়তে দিলেই দূর হবে করোনাভাইরাস: ভারতের সমাজবাদী পার্টির নেতা

মসজিদে নামাজ পড়তে দিলেই দূর হবে করোনাভাইরাস: ভারতের সমাজবাদী পার্টির নেতা

আন্তর্জাতিক ডেস্ক : মসজিদে নামাজ পড়তে দিলেই দূর হবে প্রাণঘাতী করোনাভাইরাস। সোমবার এমন মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান। তার দাবি মুসলিমদের নামাজ পড়ার জন্য মসজিদ খুলে দিলেই করোনা দেশ থেকে পালিয়ে যাবে।

উত্তরপ্রদেশের সম্বল লোকসভা এলাকার সাংসদ রহমান এদিন বলেন ঈদ উল আযহা উৎসবের জন্য বাজারও খুলে দেওয়া হোক। বাজার খুলে গেলে ঈদের আগে কেনাকাটা করতে পারবেন মানুষ। মসজিদ খুলে দেওয়া হলে দু’বেলা নামাজ পড়া যাবে। যখনই আমরা আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করব, তখনই দেশ থেকে করোনা যাবে।

এদিকে, লাফিয়ে সং'ক্রমণ বাড়ছে গোটা ভারতে।  স্বাস্থ্য মন্ত্রণালয়েরে দেওয়া তথ্য অনুয়ায়ী দেশে করোনাভাইরাসে আক্রা'ন্তের সংখ্যা বেড়ে ১১ লক্ষ ৫৪ হাজার ৯১৭, মৃ'ত বেড়ে ২৮ হাজার ৯৯। এখনও পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেস ৪ লক্ষ ২ হাজার ১১৬টি। ৭ লাখ ২৪ হাজারের বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন।

করোনার ভ'য়াবহতা রুখতে শনিবার ও রোববার সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকার। এই লকডাউনের মধ্যে কেবলমাত্র প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে ছাড় মিলবে। সরকারী ও বেসরকারী অফিস, নিত্য প্রয়োজনীয় না এমন দোকান,শপিং মল এবং রেস্তোঁরাগুলি বন্ধ থাকবে। পাশাপাশি গণপরিবহণও থাকবে বন্ধ বলে জানানো হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে