বুধবার, ২৯ জুলাই, ২০২০, ০৫:০৫:২২

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে অবতরণ করলো পাঁচ রাফাল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে অবতরণ করলো পাঁচ রাফাল

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অব'সান ঘ'টিয়ে ভারতের মাটি ছুঁলো পাঁচটি রাফাল যু'দ্ধবিমান। বুধবার দুপুর ৩ টা নাগাদ হরিয়ানা অম্বালায় বিমানসেনা ঘাঁ'টিতে অবতরণ করে সেগুলি। ভারতীয় বিমানসেনার পাইলটরাই সেগুলি ফ্রান্স থেকে চালিয়ে নিয়ে এসেছেন। অম্বালা ঘাঁ'টিতে এ দিন তাদের স্বাগত জানান বিমানসেনা প্রধান এয়ার মার্শাল রাকেশকুমার সিংহ ভাদৌরিয়া। 

অম্বালায় রাফালের অবতরণের একটি ভিডিও টুইটারে পোস্ট করেন প্রতির'ক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ দিন দুপুরেই ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে ওই পাঁচটি রাফাল যু'দ্ধবিমান। ভারতে তাদের স্বাগত জানায় পশ্চিম আরব সাগরে মোতায়েন ভারতীয় নৌবা'হিনীর যু'দ্ধজাহাজ আইএনএস কলকাতা। 

রেডিয়ো বার্তা পাঠিয়ে বলা হয়, ''ভারত মহাসাগরে আপনাদের স্বাগত। আপন গরিমায় আকাশ স্পর্শ করুন। অবতরণ নিরা'পদ হোক। আবহাওয়া অনুকূল থাকুক।'' জবাবে রাফালের তরফে বলা হয়, ''আপনাদের জন্যও আবহাওয়া অনুকূল থাকুক। হ্যাপি হান্টিং। ওভার অ্যান্ড আউট।''

সোমবার ফ্রান্স থেকে ভারতের উদ্দে'শে রওনা দেয় পাঁচটি রাফাল বিমান। সংযুক্ত আরব আমিরাতে আল ডাফরায় ফরাসি বিমানসেনা ঘাঁ'টি ছুঁয়ে এ দিন ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে তারা। সংযুক্ত আব আমিরাত থেকে রওনা দেওয়ার পর থেকেই আইএনএস কলকাতার সঙ্গে যোগাযোগ ছিল তাদের। ভারতীয় আকাশসীমায় ঢোকার পর দু'দিক থেকে তাদের নিরা'পত্তা দেয় বিমানসেনার দু'টি সুখোই বিমান। 

পাক সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত অম্বালা বিমানসেনা ঘাঁ'টিতে এ দিন হাজির ছিলেন বিমানসেনা প্রধান এয়ার মার্শাল রাকেশকুমার সিং ভাদৌরিয়া। ফ্রান্সের সঙ্গে রাফাল চু'ক্তি স্বাক্ষরিত হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এ দিন সেখানে রাফাল যু'দ্ধবিমানগুলিকে স্বাগত জানান তিনি। তার জন্য নি'শ্ছি'দ্র নিরা'পত্তায় মুড়ে ফেলা হয়েছে অম্বালা ঘাঁ'টিকে। আশেপাশের এলাকাগুলিকেও সত'র্ক করে দেওয়া হয়েছে। অম্বালা ঘাঁ'টি সংল'গ্ন ধুলকোট, বলদেব নগর, গরনালা এবং পঞ্জখোরা গ্রামেও ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

এক সঙ্গে চার জনের বেশি জমায়েত করা যাবে না। ছাদে উঠতে নিষে'ধ করা হয়েছে গ্রামবাসীদের। ড্রো'ন ওড়ানো, ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করার উপরও নিষে'ধা'জ্ঞা বসানো হয়েছে। স্থানীয় এক বিধায়ক আবার গ্রামবসীদের মোমবাতি জ্বালিয়ে রাফাল যু'দ্ধবিমানগুলিকে স্বাগত জানানোর নির্দে'শ দিয়েছেন।

২০০৭ সালে ইউপিএ সরকারের আমলেই ফ্রান্সের দাসোঁ এভিয়েশনের কাছ থেকে ১২৬টি রাফাল যু'দ্ধবিমান কেনার চুক্তি হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষ'মতায় আসার পর দাসোঁর সঙ্গে নতুন করে চুক্তি হয় ভারতের। ঠিক হয় তাদের কাছ থেকে ৩৬টি রাফাল যু'দ্ধবিমান কেনা হবে। সেই বাবদ ৫৯ হাজার কোটি টাকার চু'ক্তি স্বা'ক্ষরিত হয়। মোদী সরকারের এই চুক্তি নিয়ে সরব হয় কংগ্রেস-সহ বিরো'ধীরা।

সেই বিত'র্ক কা'টিয়েই আজ ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছচ্ছে পাঁচটি রাফাল যু'দ্ধবিমান। গতকাল ভারতীয় বিমানসেনার তরফে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, মাটি থেকে ৩০ হাজার ফুট উঁচুতে, আকাশেই একটি ফরাসি ট্যাঙ্কার থেকে জ্বালানি ভরা হচ্ছে রাফালে। রাফালের সঙ্গে ফরাসি বিমানসেনার দু'টি এ-৩৩০ ফিনিক্স এমআরটিটি জ্বালানি বিমানও রয়েছে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে