রবিবার, ০২ আগস্ট, ২০২০, ০৯:৫৭:০২

শেষ হল পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা

শেষ হল পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা

আন্তর্জাতিক ডেস্ক : শেষ হল পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। করোনাভাইরাস মহামা'রীর কারণে সৌদি আরবের বাইরে থেকে কোনও মুসল্লি হজে অংশ নিতে না পারায়, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েতে এ বছর অংশ নেন মাত্র হাজার কয়েক মুসল্লি।

ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম- হজ পালনে, সৌদি আরবের নাগরিকসহ ১৬০ দেশের মুসল্লি প্রতিনিধিত্ব করেন সারা বিশ্বের কোটি মুসলিমের। বৃহস্পতিবার পশু কোরবানির পর, কাবা শরীফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ শেষে শেষবারের মতো মিনায় শয়তানকে পাথর নি'ক্ষেপ করেন হাজীরা। ১১ ও ১২ জিলহজ সেখানে অবস্থান করে শেষ করেন বাকি আনুষ্ঠানিকতা। পাঁচদিনব্যাপী হজ শুরু হয় গেল মঙ্গলবার। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হয় মূল আনুষ্ঠানিকতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে