মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২০, ০৯:৪৮:৪৯

ভারত সীমা'ন্ত সংল'গ্ন বিত'র্কি'ত জমিতে হে'লিপ্যা'ড বানানোর কাজ শুরু করল নেপাল, নতুন চা'পে ভারত

 ভারত সীমা'ন্ত সংল'গ্ন বিত'র্কি'ত জমিতে হে'লিপ্যা'ড বানানোর কাজ শুরু করল নেপাল, নতুন চা'পে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমা'ন্তে চীনের সঙ্গে উ'ত্তেজ'না চ'লছেই। সেখানে চীনা সেনাদের অ'নড় অবস্থানে ভী'ষণ চা'পে রয়েছে ভারত। এমনকি সম্প্রতি সেখানে চীনা সেনাদের সঙ্গে মু'খোমু'খি ল'ড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার মৃ'ত্যুও হয়। এই প'রিস্থিতিতে সীমা'ন্ত নিয়ে নেপালের সঙ্গেও উ'ত্তেজনা দেখা দেয়। নেপাল ভারত সীমান্তবর্তী কিছু এলাকায় নিজেদের মানচিত্রে স্থান দিয়ে তা সংসদে অনুমোদন দেয়। এতে আরও চা'পে পড়ে যায় ভারত।

ভারত- নেপাল সম্পর্কের এই টা'নাপোড়েন চলছে দীর্ঘ কয়েক মাস ধ'রে। এর মধ্যেই নতুন পদ'ক্ষে'প নিল নেপাল। ভারত সীমান্ত সং'লগ্ন বিতর্কিত জমিতে হেলিপ্যাড বানানোর কাজ শুরু করে দিয়েছে দেশটি। ভারতের বিহারের পশ্চিম চম্পারান জেলার পাশাপাশি সীমা'ন্তের কাছে অব'স্থিত একটি বি'তর্কি'ত স্থানে এই হেলিপ্যাড নির্মাণ করছে নেপাল।

জানা গেছে, নেপালের প্র'স্তাবিত ওই হেলিপ্যাডটি পশ্চিম চম্পারান জেলা সদর থেকে ৮০ কিলোমিটার দূরে। জেলার বা'ল্মিকি টাইগার রিজার্ভের (ভিটিআর) কাছে সশ'স্ত্র সীমাবলের (এসএসবি) থারি সীমা'ন্তের ফাঁ'ড়ি থেকে কিছুটা দূরে নরসাহি গ্রামে গড়ে তোলা হচ্ছে এই হেলিপ্যাড।

এ বিষয়ে বলতে গিয়ে নেপালের সশ'স্ত্র সীমাব'লের ব্যাটালিয়ন কমান্ড্যান্ট রাজেন্দ্র ভ'রদ্বা'জ বলেন, “ইন্দো-নেপাল সীমা'ন্তের ন'রসা'হি গ্রামে একটি হে'লিপ্যা'ড তৈরির কাজ চলছে। যাবতীয় কাজকর্মও শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি সদর দ'ফতরকেও জানানো হয়েছে।”সূত্র: কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে